ঈদে মুক্তির তালিকায় আরও একটি সিনেমা যুক্ত হলো। রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে এর মুক্তির তারিখ ঘোষণা দেন নির্মাতা।
সিনেমার পোস্টার প্রশংসিত হলেও এর গল্প নিয়ে রয়েছে বিতর্ক। সূত্রের খবর, চিত্রনায়িকা শিমলার ব্যক্তিজীবনের গল্পই তুলে ধরা হবে ‘ময়ূরাক্ষী’ সিনেমায়। যেখানে দেখানো হবে ২০১৮ সালের ৩ মার্চ নারায়ণগঞ্জের পলাশ আহমেদ নামে এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ নায়িকা। একই বছরের ৬ নভেম্বর ১০ মাসের মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। সংসার জীবনের এ জটিলতা ও শিমলার ব্যক্তিজীবন নিয়েই এ সিনেমা।
আরও জানা যায়, নির্মাতা পলাশ ও শিমলার স্বামী পলাশ আহমেদ দুজনই ভালো বন্ধু। গল্পে নির্মাতাকে শিমলার স্বামীই তাকে সহযোগিতা করেছিলেন। এ বিষয়ে শিমলা একবার মুখও খুলেছিলেন। পরে অবশ্য চুপ হয়ে যান। সিনেমায় শিমলার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।
এর আগে শিমলার স্বামীর নামে বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী একটি উড়োজাহাজ ছিনতাইচেষ্টার অভিযোগ ওঠে।
‘ময়ূরাক্ষী’ সিনেমার পোস্টার প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল।
সিনেমায় ববির বিপরীতে আছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরীসহ আরও অনেকে।