কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

একুশে বইমেলায় এ্যানি আক্তারের নতুন কাব্যগ্রন্থ ‘বৃষ্টির চোখে জল’

একুশে বইমেলায় এ্যানি আক্তারের নতুন কাব্যগ্রন্থ ‘বৃষ্টির চোখে জল’
একুশে বইমেলায় এ্যানি আক্তারের নতুন কাব্যগ্রন্থ ‘বৃষ্টির চোখে জল’

অমর একুশে বইমেলায় এসেছে জনপ্রিয় লেখক, আবৃত্তিশিল্পী এবং উদ্যোক্তা এ্যানি আক্তারের নতুন কাব্যগ্রন্থ ‘বৃষ্টির চোখে জল’। বইটি প্রকাশ করেছে কিংবদন্তী পাবলিকেশন। প্রেম, বিরহ, সুখ-দুঃখের টানাপোড়েন, ভালোবাসা আর বিচ্ছেদের অনুভূতি। সব মিলিয়ে পাঠকদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কবিতাগুলোই স্থান পেয়েছে এই কাব্যগ্রন্থে।

লেখক এ্যানি বলেন, ‘আমার পাঠকরাই আমার অনুপ্রেরণা। ছোট ছোট কবিতা লেখার মধ্য দিয়েই যাত্রা শুরু। ফেসবুকের পাঠকরা যখন ভালোবাসা দেওয়া শুরু করলেন, তখন বই আকারে কবিতাগুলো প্রকাশ করার সাহস পেলাম। এবারও পাঠকদের ভালোবাসা পাব বলে আশা করছি।’

এই লেখক এর আগে পাঠকদের মন জয় করেছেন ‘জলকাব্য’ (২০২১), ‘মোহমায়া’ (২০২২), ‘আমার শুধু এই তুমিটাই চাই’ (২০২৩) এবং গল্পগ্রন্থ ‘দুঃখ আমার পদ্ম পাতার জল’ (২০২৪)-এর মাধ্যমে। এবারে তিনি তার অনুরাগীদের জন্য নিয়ে এসেছেন প্রেম, বিরহ, সুখ ও দুঃখের মিশেলে গড়া নতুন কাব্যগ্রন্থ ‘বৃষ্টির চোখে জল’।

ঠিক যেমন রাতের বালিশে সুখ আর দুঃখ একসঙ্গে পুষে থাকে, তেমনি এ্যানি আক্তারের কবিতার প্রতিটি শব্দের গায়ে লেগে থাকে বিচ্ছেদ, প্রেম, ভালোবাসা এবং বিষাদের মিশ্রণ। তিনি বিশ্বাস করেন, কখনো কখনো বিরহই হয়ে ওঠে ইবাদতের অশ্রু, যেখানে ভালোবাসার গভীরতা ফুটে ওঠে নীরব কান্নায়।

একটি কবিতায় তিনি লিখেছেন, “আমার কাছে ভালোবাসাটা ছিলো আমার ‘ইবাদত’ আর আপনার কাছে ছিলো শুধুই ‘সময়ের প্রয়োজন’, যা সময়ের পরিক্রমায় ম্লান হয়ে গেছে, হয়তো হারিয়েও গেছে অথচ আমি আজও রোজ জায়নামাজে বসে ইবাদতের অশ্রু জমা রাখি।”

লেখক এ্যানি আক্তার কাতারে জন্মগ্রহণ করলেও তার শেকড় ময়মনসিংহে। পড়াশোনা করেছেন বিদ্যাময়ী গভ. গার্লস হাইস্কুল, নাসিরাবাদ কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

তার লেখালিখির শুরুটা হয়েছিল একান্ত নিজের জন্য। ফেসবুকের বিভিন্ন সাহিত্য গ্রুপে লেখা পোস্ট করতে করতে তিনি পাঠকদের হৃদয়ে জায়গা করে নেন। ২০২১ সালে ‘জলকাব্য’ প্রকাশের মাধ্যমে তার সাহিত্যের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

‘বৃষ্টির চোখে জল’ পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের কিংবদন্তী পাবলিকেশনের ৭৫,৭৬,৭৭ নম্বর স্টলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা মিল্টনের নেতৃত্বে সন্দ্বীপে ৩১ দফার লিফলেট বিতরণ

নুরের খোঁজ নিলেন আমান উল্লাহ আমান

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, টালবাহানা চলবে না : বাবলু

সংস্কার না হলে আমাদের পরিণতিও নুরের মতো হবে : হাসনাত

জাতীয় প্রেস ক্লাবে আওয়ামীপন্থি সাংবাদিকদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে

২৮ বছর পর মা-বাবাকে ফিরে পেল সন্তান

মানুষের ভোট মানুষকে ফিরিয়ে দিতে চাই : টুকু

মাটি দিয়ে সাদাপাথর আড়ালের চেষ্টা, ৫০ হাজার ঘনফুট উদ্ধার

দুই হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, কোন জেলায় কতজন নেবে

ছিনতাইকারীর হাতে রক্তাক্ত সাংবাদিক, আটকের পর ছেড়ে দেয় পুলিশ

১০

লন্ডনের রাস্তায় ভারতীয় ছাত্রীর কাণ্ড, ভিডিও ভাইরাল

১১

চট্টগ্রামে প্রথমবারের মতো পিএমআই বাংলাদেশের আয়োজন

১২

টানা ২ দফায় স্বর্ণের দাম কত বাড়ল?

১৩

চাকসু নির্বাচন / ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলেই প্রার্থিতা বাতিল

১৪

এনআইডি সংশোধনের বাতিল হওয়া আবেদন পুনরায় করার সুযোগ

১৫

চায়ের দোকানদারদের মেধাবী সন্তানদের সম্মাননা দিল ‘নাম্বার ওয়ান ব্র্যান্ড’

১৬

গণপিটুনিতে নিহত রূপলালের ছেলে এখন বাবার পেশায়

১৭

বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ

১৮

নারীদের মধ্যে বাড়ছে হার্ট ব্লকের ঝুঁকি, নেপথ্য কারণ জানালেন বিশেষজ্ঞ

১৯

বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি পুনর্গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা

২০
X