কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

একুশে বইমেলায় এ্যানি আক্তারের নতুন কাব্যগ্রন্থ ‘বৃষ্টির চোখে জল’

একুশে বইমেলায় এ্যানি আক্তারের নতুন কাব্যগ্রন্থ ‘বৃষ্টির চোখে জল’
একুশে বইমেলায় এ্যানি আক্তারের নতুন কাব্যগ্রন্থ ‘বৃষ্টির চোখে জল’

অমর একুশে বইমেলায় এসেছে জনপ্রিয় লেখক, আবৃত্তিশিল্পী এবং উদ্যোক্তা এ্যানি আক্তারের নতুন কাব্যগ্রন্থ ‘বৃষ্টির চোখে জল’। বইটি প্রকাশ করেছে কিংবদন্তী পাবলিকেশন। প্রেম, বিরহ, সুখ-দুঃখের টানাপোড়েন, ভালোবাসা আর বিচ্ছেদের অনুভূতি। সব মিলিয়ে পাঠকদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কবিতাগুলোই স্থান পেয়েছে এই কাব্যগ্রন্থে।

লেখক এ্যানি বলেন, ‘আমার পাঠকরাই আমার অনুপ্রেরণা। ছোট ছোট কবিতা লেখার মধ্য দিয়েই যাত্রা শুরু। ফেসবুকের পাঠকরা যখন ভালোবাসা দেওয়া শুরু করলেন, তখন বই আকারে কবিতাগুলো প্রকাশ করার সাহস পেলাম। এবারও পাঠকদের ভালোবাসা পাব বলে আশা করছি।’

এই লেখক এর আগে পাঠকদের মন জয় করেছেন ‘জলকাব্য’ (২০২১), ‘মোহমায়া’ (২০২২), ‘আমার শুধু এই তুমিটাই চাই’ (২০২৩) এবং গল্পগ্রন্থ ‘দুঃখ আমার পদ্ম পাতার জল’ (২০২৪)-এর মাধ্যমে। এবারে তিনি তার অনুরাগীদের জন্য নিয়ে এসেছেন প্রেম, বিরহ, সুখ ও দুঃখের মিশেলে গড়া নতুন কাব্যগ্রন্থ ‘বৃষ্টির চোখে জল’।

ঠিক যেমন রাতের বালিশে সুখ আর দুঃখ একসঙ্গে পুষে থাকে, তেমনি এ্যানি আক্তারের কবিতার প্রতিটি শব্দের গায়ে লেগে থাকে বিচ্ছেদ, প্রেম, ভালোবাসা এবং বিষাদের মিশ্রণ। তিনি বিশ্বাস করেন, কখনো কখনো বিরহই হয়ে ওঠে ইবাদতের অশ্রু, যেখানে ভালোবাসার গভীরতা ফুটে ওঠে নীরব কান্নায়।

একটি কবিতায় তিনি লিখেছেন, “আমার কাছে ভালোবাসাটা ছিলো আমার ‘ইবাদত’ আর আপনার কাছে ছিলো শুধুই ‘সময়ের প্রয়োজন’, যা সময়ের পরিক্রমায় ম্লান হয়ে গেছে, হয়তো হারিয়েও গেছে অথচ আমি আজও রোজ জায়নামাজে বসে ইবাদতের অশ্রু জমা রাখি।”

লেখক এ্যানি আক্তার কাতারে জন্মগ্রহণ করলেও তার শেকড় ময়মনসিংহে। পড়াশোনা করেছেন বিদ্যাময়ী গভ. গার্লস হাইস্কুল, নাসিরাবাদ কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

তার লেখালিখির শুরুটা হয়েছিল একান্ত নিজের জন্য। ফেসবুকের বিভিন্ন সাহিত্য গ্রুপে লেখা পোস্ট করতে করতে তিনি পাঠকদের হৃদয়ে জায়গা করে নেন। ২০২১ সালে ‘জলকাব্য’ প্রকাশের মাধ্যমে তার সাহিত্যের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

‘বৃষ্টির চোখে জল’ পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের কিংবদন্তী পাবলিকেশনের ৭৫,৭৬,৭৭ নম্বর স্টলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

যে কারণে আলিয়ার সঙ্গে অভিনয়ে আগ্রহী ইমরান হাশমি

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য আটক

ঢাবির বাসে হামলা, ৫ জন গ্রেপ্তার 

চীন সফর করেছেন খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা

টানা ৫ দিন সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আপিল বিভাগের রায় / সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড

চট্টগ্রামে টাইগারদের দাপট, বৃষ্টির আগেই বাংলাদেশ নিয়ন্ত্রণে ম্যাচ!

আনিসুল, সালমান ও চৌধুরী মামুন ফের রিমান্ডে 

অল্পতেই পার পেলেন রুডিগার!

১০

রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ৮ মে 

১১

চলন্ত ট্রেনের দরজার বাইরে মাথা বের করার চরম পরিণতি

১২

কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কথা বললেন কারাবন্দি ইমরান খান

১৩

ব্রাজিলের কোচ হওয়া হচ্ছে না আনচেলত্তির

১৪

ধানের ট্রাকে চাঁদাবাজি, বিএনপি-যুবদলের ৩ নেতা আটক

১৫

হাজিদের সুবিধা দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মক্কা পুলিশ

১৬

পলিথিনে মোড়ানো অ্যাম্বুলেন্স রিকশাভ্যানই রোগীদের ভরসা

১৭

দোকানের বারান্দায় পড়ে ছিল যুবকের মরদেহ

১৮

বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছরের সাজা বাতিল

১৯

রোমে বৈশাখী উৎসব উদযাপন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের

২০
X