বিটিএমএ’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শওকত আজিজ রাসেল। রোববার (১১ আগস্ট) পরিচালনা পর্ষদের সভায় তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে।
বিটিএমএর জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ জিয়াউর রহমান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শওকত আজিজ তিন মেয়াদে ছয় বছর বিটিএমএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং একাধিক মেয়াদে এক দশকেরও অধিককাল বিটিএমএ’র পরিচালক হিসেবে দক্ষতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
শওকত আজিজ রাসেল আম্বার গ্রুপের চেয়ারম্যান এবং দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি একজন বিশিষ্ট ক্রীড়ানুরাগী হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য করুন