কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৪:৪০ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘গ্যাস দিতে না পারলে আগের দামে ফেরত আসুন’

হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলন করেন বিটিএমএ। ছবি : কালবেলা
হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলন করেন বিটিএমএ। ছবি : কালবেলা

দেশের তৈরি পোশাকশিল্পের বিদ্যমান তীব্র জ্বালানি সংকটে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেছেন- নিরবচ্ছিন্নগ্যাস দিতে না পারলে সরকার যাতে মূল্য বৃদ্ধির আগের দামে ফেরত আসে। নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন সরবরাহ নিশ্চিত না হলে টেক্সটাইল খাতে নতুন বিনিয়োগ হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। এমনকি সংকটের কারণে শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতার অনিশ্চয়তায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও তিনি দাবি করেন।

সোমবার (২৯) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ১৮তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিটিএমএর সভাপতি এ দাবি জানান। আগামী ১-৪ ফেব্রুয়ারি আইসিসিবিতে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের আরও অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২২ সালে সরকার কোনো গণশুনানি ছাড়াই গ্যাসের দাম ১৪ থেকে ১৭৯ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল। যা ২০২৩ থেকে কার্যকর হয়। এরমধ্যে শিল্পে ব্যবহৃত প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৩০ টাকা করা হয়। যা এখন পর্যন্ত বিদ্যমান। তবে দাম বাড়ানোর সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের নিশ্চয়তা দেওয়া হলেও এখন পূর্বের সময় চেয়ে আরও শোচনীয় অবস্থা বলে শিল্প মালিকরা দাবি করেছেন।

গ্যাস সংকটে এখাতের বিদ্যমান অবস্থা তুলে ধরে মোহাম্মদ আলী খোকন বলেন, বিগত ১ মাস বা তারও বেশি সময় ধরে চট্টগ্রাম, সাভারসহ সাভারের আশুলিয়া, গাজীপুর, আড়াইহাজার, নারায়ণগঞ্জে অবস্থিত টেক্সটাইল মিলগুলোতে সরবরাহকৃত গ্যাসের গড় পিএসএফ ‘০’-২ এর মধ্যে। শুধু নারায়ণগঞ্জের বিসিক এবং তার আশপাশের এলাকায় গত ১৫ দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্যাস সরবরাহ না থাকায় মিলতলির উৎপাদন শূন্যের কোঠায়। মাঝে মধ্যে গ্যাস সরবরাহ থাকলেও চাপের ওঠানামার কারণে মিলের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। এর কারণে রপ্তানিমুখী পোশাকশিল্পে প্রয়োজনীয় সুতা ও কাপড় সরবরাহ করা সম্ভব হচ্ছে না। গ্যাস না থাকা সত্ত্বেও মিলগুলোকে ন্যূনতম গ্যাস বিল বাবদ বিপুল পরিমাণ অর্থ প্রদান করতে হচ্ছে। গ্যাস সংকটের কারণে বয়লার চালু করা সম্ভব হচ্ছে না বিধায় ফেব্রিক প্রসেসিং বন্ধ রয়েছে। মিল বন্ধ থাকায় উৎপাদন না করতে পারার জন্য সময়মত শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা প্রদানে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

বিটিএমএর সভাপতি বলেন, আমাদের উদ্যোক্তাগণের আগ্রহ ও সাহসের কোনো অভাব নেই। বর্তমানে যে বিষয়গুলো আমাদের বিনিয়োগকে নিরুৎসাহিত করছে তার কারণ হচ্ছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে, বিশ্বের সাপ্লাই-চেইনের বিপর্যন্ত অবস্থা, জ্বালানির তীব্র সংকট ও ডলারের অভাব। আপনারা জানেন ইতোমধ্যেই সরকার নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের লক্ষ্যে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছেন। কিন্তু এখন পর্যন্ত সরবরাহ ব্যবস্থার কোনো উন্নতি হয়েছে বলে আমরা জানি না। বিটিএমএর সদস্য মিলের উল্লেখযোগ্য সংখ্যক টেক্সটাইল মিল ক্যাপটিভ পাওয়ার জেনারেশনের মাধ্যমে উৎপাদন পরিচালনা করে থাকে। এর মধ্যে ফেব্রিক প্রসেসিংয়ের জন্য বয়লারেও গ্যাসের প্রয়োজন হয়। অথচ সমিতির সদস্য মিলগুলো দীর্ঘদিন ধরে গ্যাস সংকটের কারণে সুষ্ঠুভাবে মিল পরিচালনা করতে পারছে না।

তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন সরবরাহ নিশ্চিত না হলে টেক্সটাইল খাতে নতুন বিনিয়োগ হবে কি না তা নিয়ে আমাদের সংশয় রয়েছে।

প্রদর্শনী সম্পর্কে বলেন, আগামী ১-৪ ফেব্রুয়ারি, প্রতিদিন দুপুর ১২টায় শুরু হয়ে রাত্র ৮টায় শেষ হবে। প্রদর্শনীটি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান উদ্বোধন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম স্কেলে সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তানের জন্য যে সুবিধা

ডিআরইউ নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

সহকারী শিক্ষক নিয়োগ : ৬ শর্তে উত্তীর্ণ ৬৯২৬৫ প্রার্থী

‘বিএনপির বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিচলিত নয় জমিয়ত’

নতুন রেকর্ড গড়ে স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়াল 

মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ : জামায়াত আমির

স্বামীর নির্বাচনী প্রচারে মাঠে নামলেন নাসরিন আউয়াল মিন্টু

শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ ঢাকা কলেজের সদস্য সংগ্রহ সপ্তাহ শুরু

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? এখনই যে কাজ না করলে বিপদ

বিস্কুটে ছোট ছোট ছিদ্র থাকে কেন? অবাক করা কারণ জেনে নিন

১০

সারা দেশে বহিষ্কার করা নেতাকর্মীদের তথ্য জানাল বিএনপি

১১

ভোটার তালিকা সংশোধন নিয়ে ক্ষোভ বাড়ছে ভারতে

১২

আইসিসির বোর্ড সভায় একটি দেশ পক্ষে ছিল বাংলাদেশের! 

১৩

তারেক রহমানের জনসভায় নাশকতার শঙ্কা নেই : এসএমপি কমিশনার

১৪

সিলেটে পৌঁছেছেন তারেক রহমান

১৫

আরও শক্তি বাড়াল মোস্তাফিজের সাবেক দল

১৬

সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার

১৭

ট্রাম্পের আমন্ত্রণে ‘বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে পাকিস্তান

১৮

সিলেটের পথে তারেক রহমান

১৯

সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান উপদেষ্টা ফরিদার

২০
X