কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

এক দিন পরেই সোনার দামে বড় পতন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দাম বাড়ানোর ২৪ ঘণ্টার ব্যবধানে এবার দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২৩ এপ্রিল) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

এবার ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলে জানানো হয়েছে।

এর আগে সবশেষ গত ২২ এপ্রিল দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে এক লাফে ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৯ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ২০ হাজার ৫১২ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল আজ (২৩ এপ্রিল) থেকে।

এ নিয়ে চলতি বছর ২৬ বার দেশের বাজারে সমন্বয় করা হলো সোনার দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ১৯ বার, আর কমেছে মাত্র ৭ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ২ হাজার ৮৪৬ টাকায়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে ১ হাজার ৭৫০ টাকায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে ইরাক-রাশিয়া

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

নিখোঁজ প্রতিবন্ধী শিশুর লাশ মিলল পুকুরে

জেলা নির্বাচন কার্যালয়ে আগুন, পুড়েছে নথিপত্র

সরকারকে সহযোগিতা করা জরুরি : রাষ্ট্রদূত মুশফিক

তিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রাও একই

সরে দাঁড়ালেন সৌম্যসহ ৫ ক্রিকেটার, ডাক পেলেন যারা

সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মামলা

লোকসানের ঝুঁকি নিয়েও আলু চাষে নেমেছেন কৃষকরা

১০

গুলিবিদ্ধ ওসমান হাদিকে নিয়ে যে বিবৃতি দিল বিসিবি

১১

মধ্যরাতে হাদিকে নিয়ে নাহিদের আবেগঘন পোস্ট

১২

অন্তর্বর্তী সরকারের কাছে মির্জা ফখরুলের যে আহ্বান

১৩

আবুল খায়ের গ্রুপে চাকরি, থাকছে না বয়সসীমা

১৪

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যত খেলা

১৫

থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

ঢাকায় সবনিম্ন তাপমাত্রার রেকর্ড

১৮

রাজধানীতে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X