কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৯:৫৩ পিএম
আপডেট : ০৪ মে ২০২৫, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আয়কর রিটার্ন যারা জমা দেননি, তাদের জন্য দুঃসংবাদ

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। ছবি : সংগৃহীত
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকলেও প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ রিটার্ন জমা দেন না। সে কারণে নিয়মিত করদাতাদের ওপর চাপ পড়ছে।

তিনি করের আওতা বাড়াতে চান। একই সঙ্গে যারা আয়কর রিটার্ন জমা দেন না কিংবা নানাভাবে কর ফাঁকি দেন বা কর অব্যাহতি নেন, তাদের কাছ থেকেও কর আদায় বাড়াতে চান।

রোববার (৪ মে) সকালে রাজধানীর বনানীতে একটি হোটেলে আসন্ন বাজেটে রাজস্ব খাত ও ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

এনবিআর চেয়ারম্যান বলেন, নন-ফাইলার্সদের (যারা রিটার্ন জমা দেন না) থেকে কী পরিমাণ কর সংগ্রহ করতে পারল, রিবেটার্সদের (ছাড় পাওয়া) থেকে কত কর সংগ্রহ করতে পারল, তার হিসাব দেবেন কর্মকর্তারা। অর্থাৎ তাদের নজরদারির আওতায় নিয়ে আসা হবে। কমিশনারেটে নির্দেশনা দেওয়া হবে, টার্গেট দেওয়া হবে, এ বছর ও পরবর্তী বছরের জন্য।

তিনি বলেন, এনবিআরের ৯২ শতাংশ রাজস্ব টিডিএসসহ বিভিন্ন মাধ্যম থেকে স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। কর কর্মকর্তারা মাত্র ৮ শতাংশ রাজস্ব সরাসরি সংগ্রহ করেন। এই ব্যবস্থায় এখন থেকে কর কর্মকর্তাদের দক্ষতারও প্রমাণ পাওয়া যাবে। যে পরিমাণ রাজস্ব সংগ্রহ করা হয়, সমপরিমাণ অর্থ কর-ছাড়ের কারণে হারাতে হচ্ছে। কিন্তু সরকারের অভ্যন্তরীণ ও বহিঃস্থ ঋণের বড় চাপ/বোঝা (বার্ডেন) আছে। এ অবস্থায় এভাবে কর অব্যাহতি দিয়ে টিকে থাকা সম্ভব নয়।

তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রেই যথাযথ নিয়ম মেনে এসব ছাড় দেওয়া হয়নি। নতুন কর-ছাড় নীতিতে এই সক্ষমতা সংসদের হাতে থাকবে।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা এফআইসিসিআই, সনদপ্রাপ্ত হিসাববিদদের সংগঠন দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ও জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই)।

আবদুর রহমান খান বলেন, আগামী বাজেটে ব্যবসা সহজীকরণের নানা উদ্যোগ থাকবে। তবে রাজস্ব আহরণও কমবে না, সেদিকে নজর থাকবে।

এনবিআর চেয়ারম্যান ছাড়াও সেমিনারে আরও বক্তব্য দেন ফরেন চেম্বারের সভাপতি জাবেদ আখতার, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ, লাফার্জহোলসিম বাংলাদেশের (সিইও) মোহাম্মদ ইকবাল চৌধুরী, বাংলাদেশে মারুবেনি করপোরেশনের কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা, জাপান-বাংলাদেশ চেম্বারের যুগ্ম মহাসচিব ইউজি আন্দো, এনবিআরের সাবেক সদস্য আবদুল মান্নান শিকদার ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান মো. আফজাল হোসেন, আইসিএবির সাবেক সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, আইসিএবির সভাপতি মারিয়া হাওলাদার, জেবিসিসিআই সভাপতি তারেক রফি ভুঁইয়াসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে প্রবাসীর বাড়ি ভাঙচুর, ১০ লাখ টাকা চাঁদা দাবি

হাসনাতের ওপর হামলা / শিবির সভাপতির কড়া হুঁশিয়ারি

জুবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের অসুবিধা চান না তারেক রহমান

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় পিনাকীর প্রতিক্রিয়া

আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক জানিয়ে তারেক রহমানের স্ট্যাটাস

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ২

পাত্রীপক্ষকে পাত্রের খবর জানিয়ে প্রাণ গেল বৃদ্ধের

আবারও চট্টগ্রাম বন্দরে বন্ধ থাকা রপ্তানিমুখী কনটেইনার স্ক্যানার চালু

ছাত্রদল নেতা মেহেদী হাসানকে অর্থসহায়তা দিলেন তারেক রহমান

কোরবানির পশুর চামড়ার বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশ

১০

হাসনাতের ওপর হামলার পর আলোচনায় নাসির মোড়ল

১১

হাসনাতের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

১২

হাসনাত আবদুল্লাহর ওপর হামলা, প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল

১৩

ছাত্রীর বিষপানে মৃত্যু, মাদ্রাসার প্রিন্সিপাল আটক

১৪

ছেলের চুরির অভিযোগে মায়েদের নাকে খত, বিএনপি নেতাকে অব্যাহতি

১৫

হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, সিলগালা ২

১৬

‘হাসিনা পালিয়েছে, আমি পালাচ্ছি, তোমরাও পালাও’

১৭

হাসনাতের ওপর হামলার বিষয়ে ছাত্রদল সম্পাদক নাসিরের স্ট্যাটাস

১৮

প্রিসিশন মেডিসিন : চিকিৎসার নতুন যুগের দ্বারপ্রান্তে

১৯

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী কাকনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

২০
X