শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সাইবার জালিয়াতি ঠেকিয়ে বাংলাদেশ ব্যাংক সম্মাননা পেল শ্রীলঙ্কার ব্যাংকের কর্মকর্তারা

বাংলাদেশ ব্যাংক সম্মাননা পেল শ্রীলঙ্কার ব্যাংক কর্মকর্তারা। ছবি : কালবেলা
বাংলাদেশ ব্যাংক সম্মাননা পেল শ্রীলঙ্কার ব্যাংক কর্মকর্তারা। ছবি : কালবেলা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ২০ মিলিয়ন ডলারের একটি জালিয়াতি লেনদেন ঠেকানোর সাহসী ভূমিকার জন্য শ্রীলঙ্কার প্যান এশিয়া ব্যাংকিং করপোরেশনের (পিএবিসি) একদল কর্মকর্তাকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর বাংলাদেশ ব্যাংক ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এছাড়া পুলিশের মহাপরিদর্শক ড. বাহারুল আলম, বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার, বাংলাদেশ ব্যাংকের চারজন ডেপুটি গভর্নর, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান এবং প্যান এশিয়া ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান স্বাগত বক্তব্যে বলেন, ২০১৬ সালের ওই সাইবার হামলার সময় শ্রীলঙ্কান কর্মকর্তারা যে সতর্কতা ও পেশাদারত্ব দেখিয়েছেন, তা আন্তর্জাতিক আর্থিক খাতে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের সততা শুধু বাংলাদেশকে বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করেনি, বরং বৈশ্বিক ব্যাংক ব্যবস্থার ওপর আস্থাও বাড়িয়েছে।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক ড. বাহারুল আলম বলেন, শ্রীলঙ্কান কর্মকর্তারা তদন্তকালে বাংলাদেশ দলকে সহযোগিতা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগেই এই সম্মাননা আয়োজন সম্ভব হয়েছে। অনেক দেরিতে হলেও এমন সম্মাননা সময়োপযোগী এবং প্রমাণ করে—সত্যকে কৃতজ্ঞতায় স্বীকৃতি দেওয়া হয়।

সমাপনী বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, এই সম্মাননা কেবল কৃতজ্ঞতা প্রকাশ নয়, এটি সততা, দায়িত্বশীলতা ও আন্তঃদেশীয় সহযোগিতার প্রতীক। শ্রীলঙ্কান ব্যাংকারদের সাহসী সিদ্ধান্ত বাংলাদেশ এবং পুরো ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক, আর্থিক খাতের নিয়ন্ত্রণ, সাইবার নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এছাড়া মাল্টিমিডিয়া উপস্থাপনা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশের অর্থনীতি, প্রাকৃতিক সৌন্দর্য ও আন্তর্জাতিক শান্তিরক্ষায় অবদান। সম্মাননা অনুষ্ঠানের শেষে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যতে আর্থিক অপরাধ প্রতিরোধ, প্রযুক্তিনির্ভর তদারকি এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ / চ্যাম্পিয়নকে বিদায় করলেন সিবগাত উল্লাহ

আবাহনীতে মোরসালিন-আল আমিন অধ্যায় শুরু

বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতির সভাপতি সবুর খান, সেক্রেটারি ইশতিয়াক

‘তারেক রহমানের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে, তারা স্বৈরাচারের দোসর’

১৮ জুলাই স্মৃতিচারণ করে নাছিরের ফেসবুক স্ট্যাটাস

জিয়ার মাজার এলাকায় বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

বিএনপি নেতাকে মালা পরানো সেই পুলিশ পরিদর্শককে গোপালগঞ্জে বদলি

মতিঝিল সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাত জেগে মারাত্মক যেসব ক্ষতি করছেন

সংস্কারের পরেই নির্বাচন করতে হবে : নাহিদ ইসলাম

১০

র‍্যাগিংয়ের ঘটনায় ১২ শিক্ষার্থী বহিষ্কার

১১

‘গণঅভ্যুত্থানের ফসল কাদের হাতে তুলে দিয়েছি, ভাবতে হচ্ছে আমাদেরই’

১২

‘জুলাই আন্দোলন ছিল ফ্যাসিবাদের বিপক্ষে জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ’

১৩

মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন

১৪

নেতাকর্মীদের অসুস্থ স্বজনের খোঁজ নিতে হাসপাতালে মীর হেলাল

১৫

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত প্রত্যাহার করতে হবে : ডা. তাহের

১৭

বগুড়ায় বিভীষিকাময় দুই হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

১৮

অনার্স-মাস্টার্সে প্রথম হয়েও নিয়োগের ভাইভাতে ডাক পাননি আজমল

১৯

শহীদ তাহমিদের মৃত্যুর পরেই ফুঁসে ওঠে নরসিংদী

২০
X