প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়াকে আরও সহজ ও সুবিধাজনক করতে নতুন ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে তারা সরাসরি ব্যক্তিগত ই-মেইলে ‘ওয়ান-টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) পেয়ে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, প্রবাসী করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। তবে অনেক প্রবাসী করদাতা এ পদ্ধতির সুবিধা ও কার্যকারিতা দেখে স্বেচ্ছায় ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেছেন।
আগে প্রবাসী করদাতারা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে নানা জটিলতার মুখে পড়তেন, কারণ ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) পাঠানো হতো কেবল বাংলাদেশে নিবন্ধিত বায়োমেট্রিক তথ্যযুক্ত মোবাইল সিমে। এই সমস্যা সমাধানে এবার এনবিআর সরাসরি করদাতার ব্যক্তিগত ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা করেছে।
এখন প্রবাসী করদাতারা তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, ভিসার কপি, ইমেইল ঠিকানা এবং ছবি পাঠিয়ে [email protected] ঠিকানায় ই-মেইলভিত্তিক নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে এনবিআর তাদের ই-মেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠাবে। এরপর তারা সহজেই অনলাইনে নিবন্ধন করে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
এনবিআর আরও জানায়, অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়াটি সম্পূর্ণ সহজ ও কাগজবিহীন। এই পদ্ধতিতে করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র তৈরি করতে পারবেন এবং আয়কর সনদ প্রিন্ট করা যাবে। ২০২৫-২৬ করবর্ষে ইতোমধ্যে ৮ লাখ ৫০ হাজারেরও বেশি আয়কর রিটার্ন অনলাইনে দাখিল হয়েছে, যা করদাতাদের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন বলে উল্লেখ করেছে এনবিআর।
সংস্থাটি সকল দেশি ও প্রবাসী করদাতাকে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-রিটার্ন পদ্ধতিতে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন