পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন অর্থাৎ মোট ৪ দিন দেশের সব আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ একটি সার্কুলার জারি করে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, আগামী ২৭ জুন সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন (মোট ৪ দিন) বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৯ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রসঙ্গত, আগামী ২৯ জুন বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
মন্তব্য করুন