

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা এখনো ঝুলে আছে। আগামী মাসে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে এখনো অনড় বাংলাদেশ। আইসিসি থেকেও ইতিবাচক কোনো সাড়া মিলছে না। এমন পরিস্থিতিতেই আজ বিপিএল এলিমিনেটরে সিলেটের কাছে হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাসের কাছে জানতে চাওয়া হয় আসন্ন বিশ্বকাপ নিয়ে।
জবাবে রংপুর রাইডার্সের অধিনায়ক এখনো সিউর না বলে মন্তব্য করেছেন। সাংবাদিকের করা বিশ্বকাপ খেলা নিয়ে বোর্ডের সিদ্ধান্ত আইডিয়াল কি না এমন প্রশ্নের জবাবে লিটন কেবল বললেন, ‘নো কমেন্ট।’ এর আগে জানতে চাওয়া হয় তার সঙ্গে বোর্ড কোনো যোগাযোগ করেছে কি না? লিটন সাফ জানিয়ে দেন ,‘না।’
শুধু লিটন কেন? ১৫ জনের কেউই তা জানেন না বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা ১৫ জনের কেউই জানি না কোন দেশে যাব কই খেলব। শুধু আমরা না পুরো দেশই জানে না।’
বিপিএলের এবারের আসরে শেষ দিকে রংপুর রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্ব পান লিটন দাস। কিন্তু শেষটা ভালো হলো না তার। রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে সিলেট টাইটান্স।
মন্তব্য করুন