কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৯:৪৯ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

উদ্বোধন হলো বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের নির্বাচনী অফিস 

বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনের পলওয়েল মার্কেটে নির্বাচনকালীন অফিসের উদ্বোধন করা হয়। ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনের পলওয়েল মার্কেটে নির্বাচনকালীন অফিসের উদ্বোধন করা হয়। ছবি : সংগৃহীত

আসন্ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) নির্বাচনকে ঘিরে সরগরম রিক্রুটিং এজেন্সিগুলো। যতই ঘনিয়ে আসছে নির্বাচনের দিন, শেষ সময়ের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। পক্ষ বিপক্ষের নির্বাচনী ইশতেহার, প্রতিশ্রুতি আর প্রচারের তোড়জোরে চারপাশে সাজ সাজ রব।

সিন্ডিকেট মুক্ত বায়রা গড়তে এবং ব্যবসায়ীদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এর আগেই আত্মপ্রকাশ করেছিল বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোট। বাহারি আয়োজনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়েছিল সংগঠনটির মিলনমেলা।

এবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনকালীন অফিসের উদ্বোধন করলেন সংগঠনটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনের পলওয়েল মার্কেটের তৃতীয় তলায় উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত হয়। এরপর আনুষ্ঠানিকভাবে কেক কেটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন মহাজোটের নেতাকর্মীরা। সংগঠনটির সদস্য সচিব মোজ্জামেল হকের সঞ্চালনায় বায়রা যুব ঐক্যের নেতাকর্মীরা বলেন, সদস্য বান্ধব ও সিন্ডিকেট মুক্ত বায়রা গড়তে যে কোনো প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত মহাজোট।

সভাপতির বক্তব্যে মহাজোটের আহ্বায়ক রবিউল ইসলাম রবিন মহাজোটের প্যানেলকে ভোট দিয়ে জয়ী করতে সদস্যদের প্রতি আহ্বান জানান। এ সময় ব্যবসাবান্ধব পরিবেশ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। এ ছাড়াও সকল বায়রা সদস্যকে নিজের ভোটাধিকার দিয়ে মহাজোটের পাশে থাকার অনুরোধ জানান তিনি।

বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের সদস্য সচিব মোহাম্মদ মোজ্জামেল হক বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে সকল সদস্য সোচ্চার রয়েছেন। যে কোনো উপায়ে সিন্ডিকেটকে প্রতিহত করে মহাজোটকে বিজয়ী করার কথাও বলেন তিনি।

মহাজোটের পৃষ্ঠপোষক এম এ রশিদ শাহ সম্রাট বলেন, বায়রা একটি মধ্যস্থতাকারী সংগঠন হওয়া সত্ত্বেও অযোগ্য নেতৃত্ব ও নিজ স্বার্থ হাসিলের কারণে গোটা দেশের শ্রমবাজার আজ ধ্বংসের মুখে। সিন্ডিকেটের কারণে বায়রা সদস্যদের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেও আক্ষেপ করেন তিনি।

সমন্বয়ক ফজলুল মতিন চৌধুরী বলেন, ব্যবসায়ীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করবে মহাজোট। মহাজোটকে বিজয়ী করতে সকল সদস্যকে অনুরোধ জানান তিনি।

বক্তব্যে নেতারা যে কোনো প্রকার সিন্ডিকেটের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে আসন্ন নির্বাচনকে সফল করতে সকল বায়রা সদস্যের প্রতি মহাজোটকে সমর্থনের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে জাপার অফিস ভাঙচুর

গণঅধিকার পরিষদের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

স্বাস্থ্য পরামর্শ / মোটরযানের কালো ধোঁয়া ও অসংক্রামক রোগের ঝুঁকি

নুরের ওপর হামলার নিন্দা / আমরা অত্যন্ত নাজুক সময়ে আছি : তারেক রহমান

নুরের অবস্থা মুমূর্ষু, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ

নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ উপজেলায় বিক্ষোভ

ডাচদের সাথে লিটনদের লড়াই দেখবেন যেভাবে

নুরের ওপর হামলা / ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

১০

নুরের ওপর হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের বিবৃতি

১১

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

১২

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১৩

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

১৪

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

১৫

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

১৬

সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

১৭

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

১৮

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

১৯

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

২০
X