কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

জলাবদ্ধ ঘটনার পুনরাবৃত্তি পদ্ধতিগত মানবাধিকারের লঙ্ঘন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, বৃষ্টির মৌসুমে মনিরামপুরের ভবদহ এলাকায় জলাবদ্ধতায় প্লাবিত হয়ে লাখ লাখ মানুষের দুর্দশা সৃষ্টি অত্যন্ত দুঃখজনক। এর ফলে স্থানীয়দের জীবন-জীবিকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বছরের পর বছর ধরে মানবিক বিপর্যয় সংগঠিত হওয়া সত্ত্বেও এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়া পদ্ধতিগত মানবাধিকারের লঙ্ঘন। এ বিষয়ে কমিশন স্বঃপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে।

সোমবার (৭ অক্টোবর) জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এ অভিযোগ গ্রহণ করেন।

ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কেন এতদিনেও এ সমস্যার সমাধান করা যায়নি তা কমিশন জানতে চায়। সর্বোচ্চ সামর্থ্য দিয়ে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়ে সমস্যার একটি প্রকৃত সমাধানের ব্যবস্থা করা, প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান ও পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক আগামী ১২ নভেম্বরের মধ্যে কমিশনে প্রতিবেদন প্রেরণ করতে জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯-এর ১৭ ধারা অনুযায়ী পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবকে বলা হয়েছে।

তিনি বলেন, সরকারিভাবে এ অঞ্চলকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করা হয়নি। যশোর-খুলনা অঞ্চলের মানুষের দুঃখের একটি নাম হলো ভবদহ। বৃষ্টির মৌসুম এলেই এই অঞ্চলের মানুষের নির্ঘুম রাত কাটে। ভারি বৃষ্টি হলে এই অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। তলিয়ে যায় ফসলের খেত, হাজার হাজার মাছের ঘের ও পুকুর। ক্ষতি হয় মানুষের কোটি কোটি টাকার সম্পদ। সরকার আসে, সরকার যায়, প্রকল্প আসে, প্রকল্প শেষ হয়ে যায়, কিন্তু ভবদহ এলাকার মানুষের সমস্যার কোনো সমাধান হয় না। বন্যা হলেই এখানকার মানুষ নওয়াপাড়া, খুলনা, যশোর ও মনিরামপুর শহর এলাকায় গিয়ে কেউ রিকশা বা ভ্যান চালায়, কেউ মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে। কেউ শাপলা-কলমিশাক বিক্রি করে দিন চালায়। সম্প্রতি টানা কয়েক দিনের ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় এ অঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে রাস্তার ওপর উঁচু জায়গায় টংঘর বেঁধে বসবাস করছে। বিশেষ করে ছিয়ানব্বই এলাকার কুলটিয়া, লাখাইডাঙ্গা, নেহালপুর, পাতাকড়ি ও কপালিয়া অঞ্চল বেশি বন্যাকবলিত হয়ে পড়েছে। এ অঞ্চলের শত শত স্কুল-কলেজ ও মাদ্রাসার কোমলমতি ছাত্র-ছাত্রীরা হাঁটুপানি ভেঙে কেউবা বাঁশের সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে স্কুল-কলেজে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখের বেশি ওয়ার্ক পারমিট দিয়েছে ক্রোয়েশিয়া

বছিলা অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্মের মশা নিধন কার্যক্রম শুরু

আগামী মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিলের আহ্বান টিআইবির

সেই পাইক্রফটই পাকিস্তান ম্যাচের রেফারি

এবারের দুর্গাপূজা আরও উৎসবমুখর পরিবেশে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 

চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র

দুর্গাপূজা উপলক্ষে বিএনপি মহাসচিবের বিবৃতি

চট্টগ্রামে অগ্নিদগ্ধদের শ্বাসনালি পুড়ে গেছে, ৪ জনকে পাঠানো হলো ঢাকায়

চাকসু ও হল সংসদ নির্বাচন / ২৩২ পদে মনোনয়নপত্র নিলেন ১১৬২ প্রার্থী

অবশেষে কমলো স্বর্ণের দাম

১০

জবানবন্দিতে নাহিদ ইসলাম / রাজাকারের নাতিপুতি আখ্যা দেওয়া শিক্ষার্থীদের জন্য ছিল অপমানজনক 

১১

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

১২

ব্যবহারকারীদের ক্ষতিপূরণের অর্থ দিচ্ছে ফেসবুক, কারা পাবেন?

১৩

অবশেষে জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

১৪

চাকসু নির্বাচনে লড়বেন ভিপি সাদিক কায়েমের ছোট ভাই

১৫

ইউটিউব চ্যানেল দ্রুত জনপ্রিয় করার ১০ কৌশল

১৬

শিক্ষার্থীদের সঙ্গে ইজিবাইক চালকদের সংঘর্ষ

১৭

খুলনায় বিএনপি নেতার বাড়িতে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি পারভেজ মল্লিকের

১৮

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেপ্তার

১৯

মোদি কি এবার রাজনীতি থেকে অবসর নেবেন? 

২০
X