কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জনবান্ধব মানবাধিকার কমিশন প্রতিষ্ঠায় আইন সংশোধনের মতামত বিশিষ্টজনদের

‘জাতীয় মানবাধিকার কমিশন : প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষ সেমিনার। ছবি : কালবেলা
‘জাতীয় মানবাধিকার কমিশন : প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষ সেমিনার। ছবি : কালবেলা

জনবান্ধব, স্বাধীন ও শক্তিশালী জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠায় মানবাধিকার কমিশন আইনকে দ্রুত সংশোধন করে কার্যকর ও যুগোপযোগী বিধিমালা প্রণয়নের বিষয়ে গুরুত্বারোপ করেছেন বিশিষ্টজনরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় মানবাধিকার কমিশন : প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে এবিষয়ে গুরুত্বারোপ করেন তারা।

লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও গবেষক সুলতান মোহাম্মদ জাকারিয়া।

সেমিনার আলোচকরা বলেন, জনবান্ধব, স্বাধীন ও শক্তিশালী জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠায় এমন একটি নিয়োগ প্রক্রিয়া প্রণয়ন করতে হবে, যেখানে সরকারের হস্তক্ষেপ বন্ধ হবে। সরকারের আজ্ঞাবহ কেউ যাতে সেখানে নিয়োগ পেতে না পারে সেজন্য আইন সংশোধন করতে হবে। বাছাই কমিটিতে নাগরিক সমাজের প্রতিনিধি রাখতে হবে। অভিজ্ঞ, নিরপেক্ষ ও কর্মঠ ব্যক্তিদের নিয়োগ করতে হবে। আলোচনায় কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ বাড়ানোর প্রসঙ্গও উঠে আসে ।

মানবাধিকার কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি এর কাজের গতি বাড়াতে কমিশনের সকল সদস্যকে পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ করার পরামর্শও দেওয়া হয় সেমিনারে। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের গবেষণা প্রতিবেদনের ওপর নির্ভর না করে মানবাধিকার কমিশনকে নিজস্ব ব্যবস্থাপনায় গবেষণা কার্যক্রম গ্রহণ পরামর্শও দেওয়া হয় সেখানে ।

মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা আনয়নসহ নির্দিষ্ট সময়ে তদন্ত শেষ করতে তদন্তের সময়সীমা নির্ধারণের বিষয়টিও উঠে আসে আলোচনায়। বৈষম্য নিরসনের বিষয়ে মানবাধিকার কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করা হয়।

বেআইনি আটকের বিষয়ে কমিশন কাজ করতে পারে। মানবাধিকার কমিশনকে শুধু স্বাধীন করলেই হবে না, তার স্বাধীনতাকে ব্যবহার করতে হবে।মানবাধিকার কমিশন কি কাজ করছে, তারও জবাবদিহি থাকা দরকার বলে মনে করেন কেউ কেউ।

আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এমএ আওয়াল, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যুগ্ম সচিব এসএম শাফায়েত হোসেন ও মো. মাহবুবুর রহমান, ব্যারিস্টার সারা হোসেন, ড. মাহাদী আমিন, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার আবদুল হালিম, জাহিদ হোসেন, রেজাউর রহমান লেলিন, মোস্তারিন জহির, সারোয়ার তুষার, পল্লব চাকমাসহ প্রমুখ মানবাধিকারবিষয়ক গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন সেমিনারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী-স্ত্রীর মধ্যে কে আগে ঝগড়া শুরু করেন? যা বলছে গবেষণা

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

অর্থপাচার মামলা / মার্কিন নাগরিক এনায়েত করিমের জামিন নামঞ্জুর 

রাকসু নির্বাচন পর্যবেক্ষণে থাকবে ১০ সদস্যের কমিটি

উচ্চ আদালতকেও সংস্কার করতে হবে : আসিফ নজরুল

যবিপ্রবির রিজেন্ট বোর্ড সভা বানচাল চেষ্টার অভিযোগ

এক ও দুই টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা

নির্বাচন কমিশনের ‘দায়িত্বহীনতার’ জবাব দেওয়া উচিত : ছাত্রদলের ভিপি প্রার্থী

রিপনের মা-বাবাকে নিয়ে যা বললেন অভিনেত্রী চমক

১০

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ নেতাকর্মী

১১

মানুষের জীবনমান উন্নয়নের সব কিছুই ৩১ দফায় রয়েছে : কফিল উদ্দিন

১২

খুব দ্রুতই পাস হচ্ছে জকসু আইন 

১৩

দেশে দক্ষমানব সম্পদ উন্নয়নে তাকামোল প্রকল্পের সফলতা

১৪

স্থায়ী কমিটিতে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিএনপি

১৫

ভেজাল কয়েকশ বস্তা টিএসপি সার ধ্বংস

১৬

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও দুই দেশ

১৮

আমি আয়নাঘরে ছিলাম : আমির হামজা

১৯

বিশ্ব সোরিয়াসিস দিবসে সোরিয়াসিস এওয়ারনেস ক্লাবরে সেমিনার

২০
X