কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জনবান্ধব মানবাধিকার কমিশন প্রতিষ্ঠায় আইন সংশোধনের মতামত বিশিষ্টজনদের

‘জাতীয় মানবাধিকার কমিশন : প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষ সেমিনার। ছবি : কালবেলা
‘জাতীয় মানবাধিকার কমিশন : প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষ সেমিনার। ছবি : কালবেলা

জনবান্ধব, স্বাধীন ও শক্তিশালী জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠায় মানবাধিকার কমিশন আইনকে দ্রুত সংশোধন করে কার্যকর ও যুগোপযোগী বিধিমালা প্রণয়নের বিষয়ে গুরুত্বারোপ করেছেন বিশিষ্টজনরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় মানবাধিকার কমিশন : প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে এবিষয়ে গুরুত্বারোপ করেন তারা।

লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও গবেষক সুলতান মোহাম্মদ জাকারিয়া।

সেমিনার আলোচকরা বলেন, জনবান্ধব, স্বাধীন ও শক্তিশালী জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠায় এমন একটি নিয়োগ প্রক্রিয়া প্রণয়ন করতে হবে, যেখানে সরকারের হস্তক্ষেপ বন্ধ হবে। সরকারের আজ্ঞাবহ কেউ যাতে সেখানে নিয়োগ পেতে না পারে সেজন্য আইন সংশোধন করতে হবে। বাছাই কমিটিতে নাগরিক সমাজের প্রতিনিধি রাখতে হবে। অভিজ্ঞ, নিরপেক্ষ ও কর্মঠ ব্যক্তিদের নিয়োগ করতে হবে। আলোচনায় কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ বাড়ানোর প্রসঙ্গও উঠে আসে ।

মানবাধিকার কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি এর কাজের গতি বাড়াতে কমিশনের সকল সদস্যকে পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ করার পরামর্শও দেওয়া হয় সেমিনারে। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের গবেষণা প্রতিবেদনের ওপর নির্ভর না করে মানবাধিকার কমিশনকে নিজস্ব ব্যবস্থাপনায় গবেষণা কার্যক্রম গ্রহণ পরামর্শও দেওয়া হয় সেখানে ।

মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা আনয়নসহ নির্দিষ্ট সময়ে তদন্ত শেষ করতে তদন্তের সময়সীমা নির্ধারণের বিষয়টিও উঠে আসে আলোচনায়। বৈষম্য নিরসনের বিষয়ে মানবাধিকার কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করা হয়।

বেআইনি আটকের বিষয়ে কমিশন কাজ করতে পারে। মানবাধিকার কমিশনকে শুধু স্বাধীন করলেই হবে না, তার স্বাধীনতাকে ব্যবহার করতে হবে।মানবাধিকার কমিশন কি কাজ করছে, তারও জবাবদিহি থাকা দরকার বলে মনে করেন কেউ কেউ।

আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এমএ আওয়াল, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যুগ্ম সচিব এসএম শাফায়েত হোসেন ও মো. মাহবুবুর রহমান, ব্যারিস্টার সারা হোসেন, ড. মাহাদী আমিন, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার আবদুল হালিম, জাহিদ হোসেন, রেজাউর রহমান লেলিন, মোস্তারিন জহির, সারোয়ার তুষার, পল্লব চাকমাসহ প্রমুখ মানবাধিকারবিষয়ক গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন সেমিনারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের

সৌন্দর্যে ঘেরা বাংলাদেশ কেন পর্যটক টানতে পারছে না

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ৮ ডিগ্রিতে

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

রুমিন ফারহানার উঠান বৈঠকে ধাক্কা লাগা নিয়ে দুপক্ষের সংঘর্ষ

সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ 

রাশিয়ার সেনাবাহিনীতে ৪ লাখের বেশি স্বেচ্ছাসেবকের যোগদান, বেতন কত?

পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত

নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে প্রার্থীর কর্মী নিহত

১০

পৃথিবীর বায়ুমণ্ডলের কণা ‘গিলে’ নিচ্ছে চাঁদ

১১

জরুরি বৈঠকে জামায়াত

১২

ওজন কমাতে সকালের শুরুটা হোক সঠিক খাবার দিয়ে

১৩

বিএনপি ক্ষমতায় এলে নদীভাঙন রোধে উদ্যোগ নেওয়া হবে : নুরুদ্দিন অপু

১৪

পশ্চিম তীরে ইসরায়েলের হেলিকপ্টার বিধ্বস্ত

১৫

ঘরে আগুন লাগার ঝুঁকি কমাতে জেনে নিন

১৬

আংশিক মেঘলা ঢাকার আকাশ, তাপমাত্রা কত?

১৭

বিএনপিতে যোগ দিলেন জাপার শতাধিক নেতাকর্মী

১৮

ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X