শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

এক্সিলেন্স বাংলাদেশের আয়োজনে ‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না’

এক্সিলেন্স বাংলাদেশের ক্যারিয়ার সচেতনতাবিষয়ক ‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না’ অনুষ্ঠান। ছবি : কালবেলা
এক্সিলেন্স বাংলাদেশের ক্যারিয়ার সচেতনতাবিষয়ক ‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না’ অনুষ্ঠান। ছবি : কালবেলা

এক্সিলেন্স বাংলাদেশের উদ্যোগে ক্যারিয়ার সচেতনতাবিষয়ক বিশেষ আয়োজন ‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না’ অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মকে তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করতে এ আয়োজনের মূল লক্ষ্য ছিল দক্ষতা উন্নয়ন ও আত্মবিশ্বাস জাগানো।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর ডেইলি স্টার সেন্টারে ক্যারিয়ার সচেতনতাবিষয়ক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শিরোনামটি নেওয়া হয়েছে সমীর রায়ের লেখা ও প্রতুল মুখোপাধ্যায়ের সুর ও কণ্ঠের গান ‘আলু বেচো’র একটি লাইন থেকে। শিরোনামটির মাধ্যমে তরুণদের মধ্যে স্বপ্নকে বড় করে দেখার বার্তা ছড়িয়ে দিতে চেয়েছে এক্সিলেন্স বাংলাদেশ।

শিরোনামটিকে কেন্দ্র করে তরুণদের মধ্যে নিজের স্বপ্নের জায়গাকে বড় করে দেখার উৎসাহ বাড়াতে, দেশব্যাপী দক্ষতা উন্নয়ন সংগঠন এক্সিলেন্স বাংলাদেশের বছরের শুরুর আয়োজন ‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না’।

এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা বেনজির আবরার বলেন, বছরব্যাপী এক্সিলেন্স বাংলাদেশ সারা দেশজুড়ে চাকরির মেলা, ক্যারিয়ার সামিটসহ নানামুখী আয়োজন করে থাকে। বর্তমান সময়ে তরুণদের সম্ভাবনার কথা মাথায় রেখে বছরের শুরুর এই আয়োজন সারা দেশের তরুণদের উৎসাহ-উদ্দীপনা জোগান দেবে বলে এক্সিলেন্স বাংলাদেশ বিশ্বাস করে। আয়োজনটিতে উদ্যোক্তা থেকে শুরু করে চ্যালেঞ্জিং পেশার মানুষদের তরুণ প্রজন্মের মুখোমুখি করে, সরাসরি তাদের কথা শোনার সুযোগ করে দিয়েছে। জীবনের কঠিন সব পথ পেরিয়ে কীভাবে স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হয়- তরুণদের তা জানানোর জন্য এক্সিলেন্স বাংলাদেশের এই আয়োজনে ছিলেন এমন কয়েকজন অতিথি, যারা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে নিজেদের স্বপ্নকে একটি বাস্তব রূপ দিতে সক্ষম হয়েছেন এবং যারা তাদের নিজ নিজ কঠিন পথ পেরিয়ে স্বপ্ন না বেচার প্রয়াস নিয়ে এগিয়ে চলেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শার্পনারের প্রতিষ্ঠাতা ও সিইও নজর-ই-জ্বিলানী; গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দিপেশ নাগ; দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদিন হাসান; ওয়েডিং ডায়েরি বাংলাদেশ ও প্রীত রেজা প্রোডাকশনের প্রতিষ্ঠাতা প্রীত রেজা; ফ্যাব্রিলাইফের সহ-প্রতিষ্ঠাতা রিয়াদ চৌধুরী; ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদীর অনিক; লাইভ শপিংয়ের সিইও আশিক খান; শিশু ও কিশোর মনরোগ বিশেষজ্ঞ ডা. সামিনা হক; রিয়েল স্টার প্রোপাটিজ লিমিটেডের সিইও, শাওন সাঈত এইচবি এভিয়েশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাকী এস বারী; থ্রাইভ হলিডেজের সিইও শাফায়েত আবিদ; কাপ ব্রান্ডিং প্ল্যাটফর্ম হ্যাপি কাপের উদ্যোক্তা মেহেদী হাসান প্রমুখ।

অতিথিদের মধ্যে নজর-ই-জ্বিলানী বলেন, শুধু নিজের গোল ঠিক করলেই হবে না। স্বপ্ন থাকলেই হবে না। স্বপ্নকে কাগজের টুকরোয় লিখে রেখে নিজের মানিব্যাগের কোনায় রেখে দিতে হবে এবং দিনে একবার হলেও তা বের করে পড়তে হবে। তিনি বলেন, আমাদের জীবনে বন্ধুত্ব হওয়া উচিত জ্ঞান দিয়ে।

দীপেশ নাগ তার আলোচনায় স্বপ্ন দেখার বিভিন্ন ধাপ এবং এটিকে পূরণের জন্য নানা পর্যায় আলোকপাত করেন।

প্রীত রেজা বলেন, আমার জীবনের সবচেয়ে প্রিয় শব্দ হলো, ‘না’। কারণ সেখান থেকেই জীবনের সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জগুলো শুরু হয়। তিনি বলেন, নিজের আত্মবিশ্বাসের সাথে কাজকে মিলিয়ে চলতে হবে। আত্মবিশ্বাস একজন মানুষের পথ বদলে দিতে পারে।

ডা. সামিনা হক তার বক্তব্যে বর্তমান সময়ের তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে দেখার জন্য নিজের জীবনের ফোকাসের ওপর গুরুত্বারোপ করে বলেন, নিজের মস্তিষ্কের যত্ন নিতে হবে আমাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১০

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

১১

২০২৬ বিশ্বকাপের প্লে-অফের ড্র চূড়ান্ত

১২

ব্রাকসু নির্বাচনে তপশিল পরিবর্তন, জানা গেল ভোটের নতুন তারিখ

১৩

নিউইয়র্ক এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি মামদানির

১৪

শীত কবে থেকে বাড়তে পারে, জানাল আবহাওয়া অফিস

১৫

কুয়াকাটায় বিসিসির উচ্চাভিলাসী প্রকল্প বাতিলের দাবি

১৬

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

১৭

বাকৃবির উদ্ভাবন, সামুদ্রিক শৈবালে মিলল রঞ্জক-অ্যাগার-সেলুলোজ

১৮

শততম টেস্টে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মুশফিকের

১৯

স্থগিত ভারত-বাংলাদেশ সিরিজের নতুন তারিখ সম্পর্কে যা জানা গেল

২০
X