কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০১:৫০ পিএম
আপডেট : ১৮ মে ২০২৫, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নগরভবনের গেটে গেটে আজও তালা, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি

নগরভবনে তালা দিয়েছে ইশরাকপন্থী কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : কালবেলা
নগরভবনে তালা দিয়েছে ইশরাকপন্থী কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : কালবেলা

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের সামনে টানা চতুর্থ দিনের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। সকাল থেকে নগরভনের মূল ফটকসহ অন্য সব বিভাগের গেটে গেটে তালা লাগিয়ে রেখেছে দক্ষিণ সিটি করপোরেশনের ইশরাকপন্থি কর্মকর্তা-কর্মচারীরা। ফলে আজও কোনো সেবা পাওয়া যাচ্ছে না নগরভবনে। সেবাগ্রহীতাদের সেবা নিতে এসে ঘুরে যেতে হচ্ছে।

রোববার (১৮ মে) অন্যান্য দিনের মতো আজও অবরুদ্ধ আছে নগরভবন। সব ধনের সেবা কার্যক্রমও বন্ধ হয়ে আছে।

এদিকে নগরভবনের সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করে নানান স্লোগান দিয়ে যাচ্ছে।

ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর। এখানেই দাপ্তরিক কাজ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে ইশরাক অনুসারীদের টানা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে নগরভবনে যাননি তিনি।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি নিয়ে টানা চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইশরাকপন্থিরা। নগরভবনে মূল ফটক আটকে এর সামনে অবস্থান নিয়েছে তারা। ফলে নগরভবনের ভেতরে ঢুকতে পারছে না সেবাগ্রহীতার।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে তারা নগরভবনের সামনে জড়ো হয়েছেন। বাইরে অবস্থান নিয়ে ইশরাককের শপথ পড়াতে বিলম্ব হওয়ার প্রতিবাদ জানাচ্ছে তারা। এ সময় শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই, শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না, অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে, জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এ ছাড়া অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দাও, দিতে হবে, দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ, আসিফ ভূঁইয়ার কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে নাসহ নানান স্লোগানে দিচ্ছে তারা।

নগরভবনের সামনে অবস্থানকারী বিক্ষোভকারীরা বলেছেন, এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র। এরপরও কেন তাকে এখনো শপথ করানো হয়নি, তার ব্যাখ্যা চাই আমরা।

তারা হুশিয়ারি দিয়ে বলেন, যতদিন ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো না হবে, ততদিন আমরা একইভাবে নগর ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাব এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

পরে নগর ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। মিছিলটি নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে গোলাপ শাহ মাজার হয়ে গুলিস্তান, প্রেসক্লাব, শিক্ষা ভবন প্রদক্ষিণ করে আবার নগর ভবনের সামনে আসে।

এদিকে গতকাল শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবে সব আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি। কাজেই আদালতের এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা আদালত অবমাননা করছেন।

গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

প্রসঙ্গত ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

‘ভার্চুয়াল জগতে নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা নেই’

প্রথম ম্যাচেই দিল্লির একাদশে মোস্তাফিজ

ওরস্যালাইন-এন এখন নতুন প্যাকে ‘এসএমসি ওরস্যালাইন’

জীবনে নায়িকাই হতে চাননি নুসরাত ফারিয়া

চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান

যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল, তবে মানতে হবে শর্ত

পথচারী এবং সাইকেলিস্টদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’

হাতকড়া ভেঙে পালাল হত্যা মামলার আসামি

উল্টে গেল সাংবাদিকদের বহনকারী বাস

১০

ঢাকায় আ.লীগের মিছিলের সময় আটক ১১

১১

৩৫ মণের ব্ল্যাক ডায়মন্ডের দাম ১২ লাখ টাকা

১২

হঠাৎ আলোচনায় কর্নেল সোফিয়ার যমজ বোন ড. শায়না

১৩

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের মামলায় রয়েছে যেসব তারকার নাম

১৪

ভূমি দখল-প্রতারণা-জালিয়াতিসহ দুর্নীতির নানা অভিযোগ মশিউরের বিরুদ্ধে 

১৫

স্থলপথে কেন বাংলাদেশি পণ্যে নিষেধাজ্ঞা, জানাল ভারত

১৬

টাঙ্গাইলে কৃষক হত্যায় মা-মেয়ের যাবজ্জীবন

১৭

স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে সুরক্ষা দরকার : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

১৮

দাবি আদায়ে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের ব্যতিক্রমী প্রতিবাদ

১৯

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের শঙ্কা

২০
X