অপরাধীর পরিবর্তিত কৌশল মোকাবিলায় প্রযুক্তিগত জ্ঞানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মালিবাগ সিআইডি সদর দপ্তরে ক্রিমিনাল ইন্টিলিজেন্স এনালাইসিস কোর্স ও সাইবার ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেন্টিগেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অপরাধীরা যতই নতুন নতুন কৌশল গ্রহণ করুক না কেন প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারলে তাদের আইনের আওতায় আনা এবং সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সম্ভব।
চার সপ্তাহ মেয়াদি ক্রিমিনাল ইন্টিলিজেন্স এনালাইসিস কোর্সটিতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সহকারী পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার ২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ ছাড়া ১২ দিনব্যাপী সাইবার ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেন্টিগেশন কোর্সটিতে অংশগ্রহণ করেন এসআই, ইন্সপেক্টর ও সহকারী পুলিশ সুপার পদ মর্যাদার ১৯ কর্মকর্তা।
এই কোর্সে ফেক ফেসবুক অ্যাকাউন্ট পোস্ট, ডিলিট, হ্যাক, ইউজার শনাক্ত, ই-মেইল হিডার, ম্যালওয়্যার, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, আইপিটিএসপি নম্বর, আইএসপি লগ ও আইপিডিআর অ্যানালাইসিসসহ আইপি কল স্পুপিং, লোন অ্যাপস, অনলাইন বেটিং ও গ্যাম্বলিং, অনলাইন শেয়ারিং প্ল্যাটফর্ম বার্ন সিডি, মোবাইল বেজ সোশাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– ডিআইজি (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) মো. হাবিবুর রহমান, ডিআইজি (খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগ) শেখ নাজমুল আলম, ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) মো. ইমাম হোসেন, এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য করুন