রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারের ১৪ তলা ভবনের ১৩ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ভবন থেকে নামতে গিয়ে হাসনা হেনা (২৭) নামে একজন মারা গেছেন।
প্রাথমিকভাবে জানা গেছে হাসনা হেনা একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির টেলি সেলস ইনচার্জ পদে কাজ করতেন।
এর আগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১ম ইউনিট। পরে আরও যুক্ত হয় ১০টি ইউনিট। ঘটনাস্থলে বর্তমানে মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রাজধানীর মহাখালী খাজা টাওয়ার এর অগ্নিনির্বাপণে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী ফায়ার সার্ভিসের সহায়তায় যোগদান করেছে বলে জানিয়েছে আইএসপিআর।
জানা গেছে, আগুন লাগার ঘটনায় ভবনের ভেতরে অনেকেই আটকা পড়েছেন। অনেকেই আশ্রয় নিয়েছেন ভবনের ছাদে। কেউ কেউ আতঙ্কে ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামছেন। ইতোমধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মন্তব্য করুন