রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে সমাবেশে লাঠিসোঁটা হাতে নিয়ে আসছে আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকরা। আজ শনিবার (২৮ অক্টোবর) সমাবেশের মঞ্চের কাছে এমন চিত্র দেখা গেছে।
দেখা যায়, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিমানবন্দর থানার সভাপতি শাহজাহান আলী মণ্ডলের সভাপতিত্বে একটি মিছিল আসে। সেই মিছিলে থাকা নারী ও পুরুষ উভয়ের হাতে বাঁশ ও কাঠের লাঠি। তাদের ব্যানারও ছিল বাঁশের লাঠিতে বাঁধা।
যদিও ঢাকা মহানগর পুলিশ যখন আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দিয়েছিল, তখন শর্ত ছিল ‘সমাবেশে ব্যানারের আড়ালে কোনো ধরনের লাঠিসোঁটা বা রডসদৃশ কোনো বস্তু ব্যবহার করা যাবে না।’
এরই মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমসহ অনেকে।
আওয়ামী লীগের এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।
মন্তব্য করুন