রাজধানীর যাত্রাবাড়ীর একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাতনামা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জুন) বেলা ১১টার দিকে খবর পেয়ে হোটেলটির ষষ্ঠ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বিষয়টি সংবাদমাধ্যমকে জানান। তিনি জানান, যাত্রাবাড়ী চৌরাস্তায় শাহীন হোটেলের ষষ্ঠ তলায় একটি রুমের বিছানায় পড়েছিল ওই তরুণীর মরদেহ।
এসআই জানান, সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠানো হবে।
মন্তব্য করুন