রাজধানীতে এক ঘণ্টার মধ্যে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে গুলিস্থান, মিরপুর ও কলাবাগানে এসব ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ৯টার দিকে গুলিস্তানে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরপর সাড়ে ১০টার দিকে মিরপুর ট্রাস্ট পরিবহনের একটি বাসে এবং কলাবাগানে মেট্রো সার্ভিসের একটি বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত সাড়ে ৯টার দিকে গুলিস্থানে বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে। এরপর সাড়ে ১০টার দিকে মিরপুর মাজার রোডে এবং কলাবাগানে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে।
ফায়ার সার্ভিসের এ ডিউটি অফিসার আরও জানান, আগুনে তিনটি বাস দুটি পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সেটি তদন্তের পর বলা যাবে।
মন্তব্য করুন