আইএফআইসি ব্যাংকের বনশ্রী শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বনশ্রী ও আফতাবনগরে অন্তত ২০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বনশ্রী সোসাইটি এবং আফতাবনগর সোসাইটির সদস্যরা। অনুষ্ঠানে আগত সবাই আইএফআইসি ব্যাংকের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন এবং সমাজে বিত্তশালী অন্যদের এগিয়ে আসার আহ্বান জানান।
আইএফআইসি ব্যাংকের বনশ্রী শাখার ম্যানেজার মো. মারুফ আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন