কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৮:১৯ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ভারত সফরের পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প : নিউইয়র্ক টাইমস

ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের শেষ দিকে ভারত সফরের পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখন পরিকল্পনাটি বাতিল করেছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। কোয়াড সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে সফরটির পরিকল্পনা ছিল।

শনিবার (৩০ আগস্ট) পত্রিকাটি জানায়, ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পরপরই তার প্রশাসন কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজন করেছিল। সে সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বস্ত করেছিলেন যে, বছরের শেষ দিকে কোয়াড সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসবেন। তবে শরতে তার ভ্রমণসূচিতে ভারত সফরের কোনো পরিকল্পনা আর নেই।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। চলতি বছরের শেষ দিকে ভারতে কোয়াডভুক্ত দেশগুলোর সম্মেলন হওয়ার কথা রয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাণিজ্য ইস্যুতে ওয়াশিংটন-দিল্লি সম্পর্কের টানাপোড়েন এবং পাকিস্তানকে কেন্দ্র করে ট্রাম্পের মন্তব্য মোদির বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মে মাসে ভারত-পাকিস্তানের সংঘাত থামাতে নিজের ভূমিকা ছিল বলে ট্রাম্পের দাবি দিল্লি সরাসরি প্রত্যাখ্যান করে।

জুনে কানাডায় জি-৭ সম্মেলনে মোদি ও ট্রাম্পের বৈঠক হওয়ার কথা থাকলেও ট্রাম্প আগেভাগে যুক্তরাষ্ট্রে ফিরে যান। পরে ১৭ জুন দুই নেতার টেলিফোনে ৩৫ মিনিটের আলাপ হয়। সে সময় ট্রাম্প আবারও দাবি করেন, ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতিতে তার ভূমিকা ছিল এবং এ জন্য পাকিস্তান তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মোদিকেও একই কাজের ইঙ্গিত দেন। তবে মোদি স্পষ্ট করে জানান, যুদ্ধবিরতি হয়েছিল দুই দেশের পারস্পরিক আলোচনায়, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়াই। এই মন্তব্যে ট্রাম্প অসন্তুষ্ট হলেও মোদির নীরস প্রতিক্রিয়া ও নোবেল প্রসঙ্গে আগ্রহ না দেখানো দুই নেতার সম্পর্কে তিক্ততা বাড়ায়।

বিশ্লেষকদের মতে, এর প্রভাব পড়েছে দ্বিপাক্ষিক সম্পর্কেও। শুধু রাশিয়া থেকে তেল কেনা নয়, বরং এই টানাপোড়েনের জেরেই ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আর এসব কারণ মিলিয়েই ট্রাম্প ভারত সফর বাতিল করেছেন বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংহাই সম্মেলনে শি, মোদি ও পুতিনের খোশগল্প, কী কথা হলো?

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ, সারা দেশে ভারী বৃষ্টির আভাস 

দ্বিতীয় ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ গেট চালু

সাত বীরশ্রেষ্ঠর প্রতি শ্রদ্ধা জানিয়ে ৭ দফা ইশতেহার ডাকসু প্রার্থীর

আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

আ.লীগ আমলের লুটপাটের খেসারত দিচ্ছেন ৫ ব্যাংকের গ্রাহকরা

খালি পেটে দুধ চা খাচ্ছেন? জেনে নিন পুষ্টিবিদের সতর্কবার্তা

ইরানের হামলায় ১২ দিনে ধ্বংস হলো ইসরায়েলের ২১টি স্থাপনা

১০

ভারতে বসে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ

১১

দিল্লিতে হাসিনার বাড়ির পাশেই সিআরআইয়ের কার্যালয়, মিলল চাঞ্চল্যকর তথ্য

১২

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কী সমস্যা হয়? যা বলছেন চিকিৎসক

১৩

চার মাসের মধ্যে স্বর্ণের দামে রেকর্ড, পিছিয়ে নেই রুপাও

১৪

বিএনপিকে শুভেচ্ছা জানালেন সারজিস

১৫

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ‘মধুর’ সমস্যা বাংলাদেশ দলে

১৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা

১৭

বিএনপিকে ধ্বংস করতে বারবার চেষ্টা হয়েছে: মির্জা ফখরুল 

১৮

টিকটকে এবার যেসব সুবিধা যোগ হলো

১৯

মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

২০
X