কিশোর ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে এ সপ্তাহ থেকে এআই চ্যাটবটের ওপর নতুন সীমাবদ্ধতা আরোপ করেছে মেটা।
মেটার মুখপাত্র স্টেফানি ওটওয়ে টেকক্রাঞ্চকে জানান, এখন থেকে চ্যাটবট কিশোরদের সঙ্গে আত্মহত্যা, আত্মক্ষতি, খাদ্যাভ্যাসজনিত ব্যাধি কিংবা যৌন ও রোমান্টিক বিষয় নিয়ে আর কোনো আলোচনায় যাবে না। বরং এসব ক্ষেত্রে তাদের বিশেষজ্ঞ সহায়তার দিকে নির্দেশ করবে।
ইনস্টাগ্রাম ও ফেসবুকে কিশোর ব্যবহারকারীরা আর কোনো প্রাপ্তবয়স্ক বা অনুপযুক্ত কনটেন্ট উৎপাদনকারী বট ব্যবহার করতে পারবে না। পরিবর্তে কেবল শিক্ষা, সৃজনশীলতা ও নিরাপদবিষয়ক চরিত্রগুলোই তাদের জন্য উন্মুক্ত থাকবে।
মেটা জানিয়েছে, এগুলো কেবল প্রাথমিক পদক্ষেপ; আগামী মাসগুলোতে আরও বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা চালু করা হবে।
দুই সপ্তাহ আগে রয়টার্সের এক অনুসন্ধানে প্রকাশিত হয়, মেটার অভ্যন্তরীণ একটি নথিতে কিশোরদের সঙ্গে যৌন আলোচনায় জড়ানোর সুযোগ রাখার অভিযোগ উঠেছিল।
মন্তব্য করুন