পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে শামীম সাঈদী বলেছেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ছিল। কিন্তু গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর যেভাবে ন্যক্কার ও বর্বরোচিত হামলা হয়েছে তাতে এ মুহূর্তে দেশে নির্বাচনের সুষ্ঠু কোনো পরিবেশ নেই।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে পিরোজপুরে নেছারাবাদ উপজেলার তৃণা কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম সাঈদী বলেন, সরকারের কাছে আমাদের সাত দফা প্রস্তাবনা রয়েছে। তার মধ্যে পিআর পদ্ধতিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। যদি সরকার এ পদ্ধতি না মেনে নেয় তাহলে নির্বাচনে অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়বে। জামায়াতে ইসলামী দল ছাড়াও অনেক রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করে আসছে। এখন এটা নির্বাচন কমিশনের বিষয়। পিআর পদ্ধতি একটি গ্রহণযোগ্য ও যৌক্তিক দাবি।
তিনি আরও বলেন, আল্লামা সাঈদীকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদের এ মাটিতে বিচার করা হবে। যে ব্যক্তি সর্বদা আল্লাহর গুণকীর্তন এবং ধর্ম প্রচার করতেন তাকে নিয়ে চক্রান্ত করা আর আল্লাহকে অসন্তুষ্টি করা একই কথা। আল্লাহ তাদের অবশ্যই বিচারের সম্মুখীন করবেন।
শামীম সাঈদী আরও বলেন, এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। জামায়াতে ইসলামী কোনো ধর্মকে ছোট করে দেখে না। ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে কাজ করতে চাই।
নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইনন হেলাল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা মো. আব্দুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ মো. তাফাজ্জল হোসাইন ফরিদ।
নেছারাবাদ উপজেলার মোট ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় ৮০টি ভোটকেন্দ্রের ৪১৬টি বুথের এজেন্ট এবং কেন্দ্র কমিটির প্রতিনিধিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন