বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি এখন জনবিচ্ছিন্ন পরগাছা একটি আন্ডারগ্রাউন্ড পার্টিতে পরিণত হয়েছে। তাদের নেতা বিদেশ থেকে অর্ডার করে আর এখানে ভাড়া করা কিছু সন্ত্রাসী দিয়ে চোরাগোপ্তা হামলা করে আবার পালিয়ে যায়। আরেক নেতা দেশে থেকে ভার্চুয়ালি ভিডিও বার্তায় মেসেজ পাঠায় তাদের কর্মসূচি সফল করতে। এভাবেই চলছে তাদের বর্তমান কার্যক্রম। এতে করে তাদের সাধারণ কর্মীদের বিপদে ফেলছেন। তাদের নেতা লন্ডনে বসে দিবা স্বপ্নে বিভোর।
আসন্ন দ্বাদশ জাতীয় সংনদ নির্বাচন উপলক্ষে ডেমরা (ঢাকা-৫) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হারুনর-রশিদ মুন্নাকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ডেমরার কোনাপাড়া আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে ডেমরা থানা যুবলীগের আয়োজনে এক পথসভার এসব কথা বলেন।
পথসভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ কোনোদিন অবৈধভাবে ক্ষমতা দখলের পাঁয়তারা করে না। আমাদের শক্তি হচ্ছে এ দেশের সাধারণ জনগণ। আমরা কোনো বিদেশি প্রভুদের দ্বারা প্রভাবিত নই। বিএনপি-জামায়াত তারা মুদ্রার এপিঠ-ওপিঠ। তারা যুদ্ধ অপরাধী দল। নিজেদের পরাজয় নিশ্চিত ভেবে নির্বাচন থেকে সরে গিয়ে আগুনসস্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা যাত্রীবাহী বাস-ট্রেনে আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়ে মারছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে জ্ঞান-বিজ্ঞান ও দীক্ষায় অনেক দূর এগিয়েছে।
তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে হারুনর-রশিদ মুন্নাকে বিজয়ী করার জন্য উপস্থিত সবাইকে আহ্বান জানান।
ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি মইনউদ্দিন রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় পথসভা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেমরা (ঢাকা-৫) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারুনর-রশিদ মুন্না।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম খান মাসুদ, ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু প্রমুখ।
মন্তব্য করুন