ডেঙ্গু নিয়ন্ত্রণে রোববার (৯ জুলাই) ২৭টি মামলা করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বাসাবাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ৬ লাখ ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন জানান, ডিএনসিসির দশটি অঞ্চলে একযোগে অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ১৬টি মামলায় ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া চারটি নিয়মিত মামলা করা হয়েছে। পুরো জুলাই মাসে এ বিশেষ অভিযান পরিচালনা করবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র আবু নাছের জানান, দক্ষিণ সিটির ৩০টি ওয়ার্ডে আজ রোববার থেকে তিন দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান পরিচালনা শুরু হয়েছে। তিনটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি মামলায় ৪৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আদর্শপাড়া, মাদারটেক, আগাসাদেক রোড ও ধলপুর এলাকায় অভিযানে ৯৯টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ৭টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়া গেছে।
মন্তব্য করুন