রাজধানীর তুরাগের কামারপাড়া হাইস্কুলের সামনে একটি বাসার ছাদ থেকে এক নারীর গলাকাটা ও এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে এই দুই মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন– মৌসুমি (৩০) ও মো. ইব্রাহিম (৩২)। নারীর বাড়ি চাঁদপুর ও পুরুষের বাড়ি ফরিদপুর।
তুরাগ থানার ওসি মোহাম্মদ মোস্তফা আনোয়ার জানান, ধারণা করা হচ্ছে, মৌসুমিকে হত্যা করে ইব্রাহিম নিজে আত্মহত্যা করেছে।
তিনি জানান, ইব্রাহিমের ভাড়া বাসার ছাদের ওপর ওই নারীর গলাকাটা লাশ পাওয়া যায়। এর পাশেই তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। তারা সবাইকে ধর্মের ভাই–বোন পরিচয় দিতো।
ওসি জানান, তাদের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হবে। এ ছাড়া এখন পর্যন্ত কেউ এ বিষয়ে থানায় অভিযোগ করেনি।
মন্তব্য করুন