কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আরটিভির অধরাসহ সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন অনুষ্ঠিত। ছবি : কালবেলা
রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন অনুষ্ঠিত। ছবি : কালবেলা

রাজধানীর রাজারবাগ পীর সিন্ডিকেটের অপকর্মের সংবাদ প্রকাশ করায় আরটিভির স্টাফ রিপোর্টার অধরা ইয়াসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে আমরা গণমাধ্যমকর্মীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা প্রতিবাদে অংশ নেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, দুদক বিটের সাংবাদিকদের সংগঠন র্যাকসহ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতারা।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের সামনে একটি মুলা ঝুলিয়ে রাখা হয়েছে। মুলাটা কী? যেদিন সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন উত্থাপন হলো, সেদিন মন্ত্রী মোস্তফা জব্বার সংসদে মিথ্যাচার করেছেন। যখন সাংবাদিকদের ওপর নির্যাতন করা হয় তখন আইনমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, কোথাও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে তিনি নিজেই একজন আইনজীবী হিসেবে সেই মামলা পরিচালনা করবেন। আজ পর্যন্ত তাকে একটি মামলাও পরিচালনা করতে দেখিনি।

তিনি বলেন, আমরা দেখছি ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যখনই সংশোধনের কথা বলা হচ্ছে তখন একের পর এক মামলা হচ্ছে। আমরা চাই অধরা ইয়াসমিনের এই মামলা প্রত্যাহার করা হবে, অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাতিল এবং অগ্রহণযোগ্য ঘোষণা করে বিবৃতি প্রকাশ করবে।

এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, রাজারবাগ পীর সিন্ডিকেটের অপকর্মের সংবাদ প্রকাশ করায় অধরা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার পর এখন তারা বিভিন্ন ধরনের ভয়-ভীতি দিচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকিও দিচ্ছে। তরুণ এই সাংবাদিক যখনই ভূমিদস্যুদের মুখোশ উন্মোচনের চেষ্টা করছেন ঠিক তখনই তার বিরুদ্ধে মামলা দিয়ে রাজারবাগ ভূমিদস্যুরা তার পিছে লেগেছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা এসব কর্মকাণ্ডের একটা শেষ দেখতে চাই। হয় এই বাংলাদেশ হবে অধরা ইয়াসমিনদের আর না হয় হবে সিন্ডিকেট ওই ভূমিদস্যুদের। ডিজিটাল আইন বাতিলের দাবি করে মানববন্ধনে বক্তারা বলেন, সরকার বলছে ডিজিটাল আইন সাংবাদিকদের বিরুদ্ধে না, কিন্তু এখন দেখা যায় প্রতিদিনই ডিজিটাল আইনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হচ্ছে। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের পাশাপাশি রাজারবাগ পীর সিন্ডিকেটের বিচার দাবি করেন নেতারা। কীভাবে প্রশাসনের নাকের ডগায় বসে রাজারবাগীরা দিনের পর দিন এমন অপকর্ম করে যাচ্ছেন সে প্রশ্ন তোলেন তারা।

এর আগেও সংবাদ প্রকাশের জেরে দশের অধিক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়েছে এই সিন্ডিকেট। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, ঢাকা রিপোর্টার ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ, নুরুল ইসলাম হাসিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ শারমীন, জামিউল আহসান সিপু, রিপোর্টার এগ্রেইনস্ট করাপশন-(র্যাক) সাধারণ সম্পাদক জেমসন মাহবুব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য গোলাম মুজতবা ধ্রুব, সাব-এডিটর কাউন্সিলের সাবেক সভাপতি নাসিমা আক্তার সোমা, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক এস এম ফয়েজ, ঢাকা রিপোর্টার ইউনিটির সাবেক নারীবিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, সাবেক কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, আরটিভির সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা-আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের আবেদন

আমলাতন্ত্র চলবে না, প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করবেন : মির্জা ফখরুল

দীর্ঘ ৬ বছরেরও যে বিশ্বরেকর্ড কেউ ভাঙতে পারেনি

ঘুমের মধ্যে মারা গেলেন বলিউড অভিনেত্রী মধুমতী

আফগানিস্তানের দল ঘোষণা, নেই রশিদ খান

এইচএসসির ফল সবাইকে বিস্মিত করেছে : শিক্ষা উপদেষ্টা

কুমিল্লা বোর্ডে এবারের এইচএসসির ফলে এগিয়ে যারা

স্মরণকালের সর্বনিম্ন ফলাফল যশোরে

ওবায়দুল কাদেরের ভাই গ্রেপ্তার

জামায়াত আমিরের সঙ্গে ঢাকার কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

১০

রাকসু নির্বাচন : তিন ঘণ্টায় ভোট পড়েছে ৩১ শতাংশ

১১

বরিশালে যে ১২ কলেজের সবাই অকৃতকার্য

১২

৩১ দফা একটি গতিশীল রাষ্ট্র গড়ার জন্য যথার্থ : লায়ন ফারুক

১৩

এইচএসসি পরীক্ষায় ফেল করলেন মারুফা

১৪

ফের ধারাবাহিকে স্বস্তিকা

১৫

এইচএসসি পরীক্ষা / ১১ বোর্ডে অনুপস্থিত ছিল ৩১ হাজার ৪৬৯ শিক্ষার্থী

১৬

ময়মনসিংহে পাসের হারে এগিয়ে মেয়েরা

১৭

জানা গেল সেই আনিসার ফল

১৮

৫ বছরে সবচেয়ে কম পাস কুমিল্লা বোর্ডে

১৯

বগুড়ার ৫ আসনে বিএনপির যেসব প্রার্থী আলোচনায়

২০
X