কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের দিন মানুষের পদচারণায় মুখরিত রাজধানী

রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড়। ছবি : কালবেলা
রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড়। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীর বিনোদন কেন্দ্র হিসেবে খ্যাত রমনা পার্ক, জাতীয় জাদুঘরের সামনে শাহবাগ মোড় ও রবীন্দ্র সরোবরে রাত পর্যন্ত ছিল মানুষের উপচেপড়া ভিড়।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর রমনা, শাহবাগ, ধানমন্ডি এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র।

প্রতিবছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ছাড়ে কোটির বেশি মানুষ, যাদের অধিকাংশই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে কর্মসূত্রে ঢাকায় বাস করেন। ঈদুল ফিতরের ছুটিতে প্রত্যেকে শেকড়ের টানে বাড়ি ফিরেন পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বা পুনর্মিলন করতে। তবে এ বছর পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি একসাথে হওয়ায় ছুটির দিনের তালিকা অন্যান্য বছরের চেয়ে বেশ দীর্ঘ।

এ ছাড়াও রয়েছে সাপ্তাহিক ছুটি। তাই অনেকেই আগেভাগে রাজধানী ছেড়েছেন। তার পরও অনেকেই অবস্থান করছেন রাজধানীতে। আজ ঈদের দিন তারা সকাল থেকে দুপুর অব্দি রান্না-বান্না-খাওয়া-দাওয়াসহ ঘরের কাজ শেষ করে বিকেল থেকে ভিড় করেছেন রাজধানীর বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত স্থানগুলোতে।

ধানমন্ডির রবীন্দ্র সরোবরে চুড়ি, মালা, খেলনা, ওয়াটার রাইড, ফাস্টফুডের দোকান, ঝালমুড়ির দোকানসহ নানা আয়োজনে যেন অনেকটাই মেলায় রূপ নিয়েছিল লেকের পাড়। এ সময় নৌকায় করে ধানমন্ডি লেকে ঘুরে বেড়ান অনেকে।

এবার ঈদে গ্রামের বাড়ি নরসিংদী না যাওয়ায় আদাবরের বাসিন্দা রাব্বি রহমান বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছেন রবীন্দ্র সরোবরে। তিনি বলেন, মন ঘুরতে চাইছিল, সে জন্য এখানে ঘুরতে নিয়ে এসেছি। এখানে এসে বন্ধু-বান্ধবীদের সঙ্গে বেশ ভালো সময় কাটছে। তা ছাড়া এ রকম সুন্দর পরিবেশ ও জ্যামবিহীন ফাঁকা রাস্তায় ঘুরার মজাই আলাদা।

শাহবাগ মোড়ে সন্তানদের নিয়ে ঘুরতে এসেছেন আলিফ। তিনি বলেন, এবার ঈদের গ্রামের বাড়ি যাওয়া হয়নি। তাই সন্তানদের নিয়ে ঘুরতে এসেছি। রমনা পার্ক থেকে শাহবাগ এলাম জাতীয় জাদুঘরে যাব। কিন্তু তার আগে ছেলে বলল, সে ফুচকা খাবে তাই তাকে নিয়ে ফুচকা খাচ্ছি। গ্রামের বাড়ি যেতে পারলে ভালো লাগত কিন্তু কাজের চাপ প্রচুর তাই যেতে পারিনি।

রমনা পার্কে স্ত্রী-সন্তানদের নিয়ে হাঁটছিলেন আজগর হোসেন। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদায়। এবার ঈদে সরকারি কর্মচারীরা বড় ছুটি পেলেও তিনি সেই ছুটি পাননি। তাই তার আর পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ভাই-বোনদের সঙ্গে ঈদ পালন করা হয়নি। তাই স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুরতে এসেছেন রমনা পার্কে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকসু নির্বাচন ঘিরে উত্তপ্ত শাবিপ্রবি, সিদ্ধান্তহীনতায় নির্বাচন কমিশন

প্রশাসন কোনো দলের দালালি করলে জনগণ কঠিন জবাব দেবে: ইশরাক

আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের আগুন

আসিফ নজরুলের মন্তব্য নিয়ে এবার মুখ খুলল আইসিসি

আলোনসোকে বরখাস্ত করল রিয়াল, জানাল নতুন কোচের নাম

১৫ স্যাটেলাইট ও একটি কৃত্রিম উপগ্রহ নিয়ে ছিটকে পড়ল ভারতের রকেট

ঢাকায় এসে নতুন মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাস প্রকাশ

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে উত্তাল শাবিপ্রবি

বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে কী বলা হয়েছে

মারা গেলেন ১৫ বছর বয়সে অভিষেক হওয়া সেই ক্রিকেটার

১০

তাহেরির স্ত্রীর কোনো স্বর্ণ নেই, নিজের আছে ৩১ ভরি

১১

‘দ্বিতীয় বিয়েতে আগের স্ত্রীর অনুমতি’: যেভাবে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি

১২

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

১৩

মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

১৪

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে আইনি বাধা নেই

১৫

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

১৭

ঢাবির বিভাগীয় চেয়ারম্যান পদ থেকে গোলাম রাব্বানীকে অব্যাহতি

১৮

জামায়াত ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে : মাওলানা আনোয়ারুল করিম

১৯

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এনটিআরসিএর কড়া বার্তা

২০
X