কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘গরবিনী মা’ সম্মাননা পেলেন ১১ মা

‘গরবিনী মা- ২০২৪’ সম্মাননা পেয়েছেন ১১ জন গর্ভধারিণী মা। ছবি : কালবেলা
‘গরবিনী মা- ২০২৪’ সম্মাননা পেয়েছেন ১১ জন গর্ভধারিণী মা। ছবি : কালবেলা

বিশ্ব মা দিবস উপলক্ষে ১১ জন গর্ভধারিণী মাকে ‘গরবিনী মা-২০২৪’ সম্মাননা প্রদান করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। ১১ মায়ের হাতে সম্মাননা তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার (১২ মে) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টার মিলনায়তনে ১০ গর্ভধারিণী মাকে ‘গরবিনী মা-২০২৪’ সম্মাননা তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, সম্ভবও নয়, অত্যন্ত পক্ষে আমাদের মাঝে এ বোধ যেন থাকে মায়ের কারণে আজ আমি এ পর্যন্ত এসেছি। আমরা যারা মায়ের স্নেহ ও ভালোবাসা পেয়েছি এবং পাচ্ছি আমারা যেন মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা ও সম্মান দেখাই এবং তার প্রতি যেন যথাযথ দায়িত্ব পালন করি। পরবর্তী প্রজন্মকেও সেটা যাতে আমারা শেখাতে পারি সেজন্য আমাদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন।

তিনি বলেন, আমার মনে হয়, বর্তমান প্রজন্মের মধ্যে মায়ের প্রতি ভালোবাসা কমে যাচ্ছে। মোবাইল আসক্তির কারণে শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে। আমাদের সচেতন হওয়া উচিত। মা ও দেশকে যেন সন্তানরা ভালোবাসে।

তিনি আরও বলেন, একসঙ্গে বাসায় সবাই মিলে খাওয়ার রেওয়াজ যেন এখন উঠে গেছে। মোবাইল দেখা, টিভি দেখা, পড়াশোনা করা সবকিছুই এখনকার সন্তানরা নিজের রুমেই থাকতে বেশি পছন্দ করে। আমাদের উচিত, একসঙ্গে কিছুটা হলেও সময় কাটানো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি সংসদ সদস্য আরমা দত্ত এমপি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারবাহিনী আমার দাদু ধীরেন্দ্রনাথ দত্ত আর কাকুকে হত্যা করেছিল। তাদের রক্তের ওপর দিয়ে মা আমাকে পাকিস্তানি হানাদারদের হাত থেকে বাঁচিয়েছিলেন। মা এমনি হয়। মা, তুমি যেখানে আছ, তোমার আশীর্বাদের হাত দুটো অনুভব করি।

বিশেষ অতিথি সংসদ সদস্য ফেরদৌস আহমেদ বলেন, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে যেন মাকে কাছে পাই।

সভাপতির বক্তব্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী সিআইপি বলেন, আমাদের মায়েরা তাদের সন্তানদের নিয়ে উদ্বিগ্ন থাকেন। তারা সন্তানের সফলতায় গৌরববোধ করেন। কিন্তু আমরা কখনো মাকে বলি নাই মা তোমাকে কতো ভালোবাসি। মা ছাড়া সংসার হালছাড়া নদীর মতো হয়ে যায়। আমাদের এই প্রয়াস যেন অম্লান থাকে, অক্ষুণ্ণ থাকে। আগামী বছর আমাদের গরবিনী মা সম্মাননা প্রদানের ১২ বছর পূর্ণ হবে। হয়তো এর ধরন কিছুটা পরিবর্তন হবে। আমাদের এই প্রয়াসটা সামাজিকমাধ্যমে ছড়িয়ে দিতে হবে।

স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

আইন ও বিচার ক্যাটাগরিতে সিনিয়র জেলা ও দায়রা জজের বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের মা সাহারা রহমান, প্রশাসন ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক (যুগ্ম সচিব) হায়াত-উদ-দৌলা খাঁনের মা সাজেদা খাতুন, আইনশৃঙ্খলা ক্যাটাগরিতে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের বিপিএম (বার), পিপিএম মা সুরুচি জোয়ারদার, শিক্ষা ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সামসাদ মর্তুজার মা সৈয়দা নাসরিন মর্তুজা, চিকিৎসা ক্যাটাগরিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভীর মা নাফিজা বেগম, প্রকৌশল ক্যাটাগরিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদের মা হোসনে আরা, গণমাধ্যম ক্যাটাগরিতে প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াসের মা জেবুননেছা, সংগীত ক্যাটাগরিতে সংগীত পরিচালক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান রহমান খানের মা প্রফেসর ড. জেড এন তাহমিদা বেগম, অভিনয় (পুরুষ) ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্য ও চলচ্চিত্র অভিনেতা শতাব্দী ওয়াদুদের মা আফরোজা নাছরীন, অভিনয় (নারী) ক্যাটাগরিতে মেহজাবীন চৌধুরীর মা গাজালা চৌধুরী এবং ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি প্রাপ্ত অদম্য মেধাবী লাবনী আক্তারের মা বেবি বেগম এ সম্মাননা পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাখাইনের প্রশাসনে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায় বাংলাদেশ : নিরাপত্তা উপদেষ্টা

দিনদুপুরে প্রাইভেটকার দিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল

সিলেটে আইনজীবী পিতাকে খুন, ছেলেসহ ৩ জনের মৃত্যুদণ্ড

সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া অনুমোদন

নোয়াখালীতে মসজিদের ইমামকে মারধর, গ্রেপ্তার ২

রাজনীতিতে তরুণদের আরও অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

মানসিক চাপে জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা : ইউজিসি চেয়ারম্যান

‘শিরক’ আখ্যা দিয়ে মাদারীপুরে কাটা হলো শতবর্ষী বটগাছ

পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেল রোনালদোর ছেলে

নারী কমিশনের সুপারিশমালার ওপর গণতন্ত্রী পার্টির বিবৃতি

১০

রোগীদের সুরক্ষা বিষয়ে ইউনিকো হাসপাতালে নার্সিং কর্মশালা

১১

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, ৭ সেনা সদস্য নিহত

১২

ম্যাডোনার রেকর্ড ভাঙলেন লেডি গাগা

১৩

যে পদ্ধতিতে ইউপি চেয়ারম্যান নির্বাচন চায় এনসিপি

১৪

মাতৃত্বের দীপ্তিতে কিয়ারা আদভানির অভিষেক

১৫

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ‘জুলাই ঐক্য’ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

১৬

দাবানলের পর নতুন বিপদে ইসরায়েল

১৭

গোপালগঞ্জে ছাত্রীকে কুপ্রস্তাব, প্রধান শিক্ষককে গণধোলাই

১৮

কুমিল্লা ও ফরিদপুর বিভাগ চায় এনসিপি

১৯

সাবেক রেলমন্ত্রীর শ্বশুরবাড়িতে ভাঙচুর-লুটপাট

২০
X