রাজধানী ঢাকার মিরপুর গুদারা ঘাট এলাকা থেকে ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে ৬৫ বছর বয়সী সিরাজ ছৈয়াল। তার গ্রামের বাড়ি শরিয়তপুরের সখিপুর বাজার।
গত ৫ জুন গুদারা ঘাটের ডিবজল পল্টন, জাহাঙ্গীর সাবের বাড়ি থেকে দুপুরের দিকে নামাজের উদ্দেশে বের হয়ে আর বাড়ি ফেরেনি তিনি।
জানা গেছে, সিরাজ ছৈয়াল গত এক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। ডাক্তার দেখানোর জন্য ঢাকায় আনা হয়েছিল তাকে। যদি কেউ তার খোঁজ পান তাহলে তার সন্ধান দেওয়ার অনুরোধ করেছে তার পরিবারের পক্ষ থেকে।
যোগাযোগ : ০১৯২০-২৮১৫৪, ০১৯৪৪-৭৭৭ ১৯০ ০১৭০৭-২১৭ ৬২০
মন্তব্য করুন