সারা দেশের জনপ্রিয় দৈনিক কালবেলা পত্রিকার নবযাত্রার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা, কেক কাটা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জয়পুরহাট প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি আছাদুল ইসলাম আসাদ।
প্রথম বছরপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী, প্রত্রিকা বিক্রেতাসহ বিভিন্ন স্তরের সুধীজন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহা. সবুর আলী।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের গবেষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল হক বাবু, বিশিষ্ট আইনজীবী মোমিন আহমেদ চৌধুরী, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল, রেড ক্রিসেন্ট জয়পুরহাট ইউনিটের সম্পাদক গোলাম হাক্কানী, জেলা সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান বদিউজ্জামান, জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দীন, জয়পুরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ।
এ সময় বক্তারা কালবেলার সাফল্য কামনা করে বলেন, কালবেলা এক বছরের মধ্যে যত অগ্রগতি লাভ করেছে তাতে মনে হয় এটি অনেক পুরোনো পত্রিকা। এই পত্রিকাটি মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদ প্রকাশ করলে কালবেলা পাঠক প্রিয়তায় আরও সামনের এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক কালবেলার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি আমানুল্লাহ আমান। এ সময় কালবেলার আক্কেলপুর উপজেলা প্রতিনিধি ওম প্রকাশ আগরওয়ালা, কালাই উপজেলা প্রতিনিধি জহুরুল ইসলাম।
মন্তব্য করুন