শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে ‘আওয়ামী কানেকশন’

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিতর্ক পিছু ছাড়ছে না চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির। এবার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করছে কেন্দ্র। কমিটিতে ‘আওয়ামী কানেকশন’-এর ঘনিষ্ঠজনও রয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতাদের। তাদের দাবি, যোগ্য ও ত্যাগী নেতারা দলে জায়গা পাননি। এতে ক্ষুব্ধ তারা।

রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে ইদ্রিস মিয়াকে আহ্বায়ক এবং লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আলী আব্বাসকে। আংশিক এই কমিটিতে আরও আছেন লিয়াকত হোসেন ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। তাদের দুজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

নতুন কমিটির আহ্বায়ক ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব ছিলেন। নতুন কমিটির বাকিদের মধ্যে আলী আব্বাস জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত সাবেক পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে।

কয়েকজন নেতা কালবেলাকে বলেছেন, এ কমিটির দায়িত্ব পেয়েছেন এমন অনেকেই আওয়ামী কানেকশনে ছিলেন এবং ব্যবসায়িক পার্টনারও রয়েছেন। অনেক ত্যাগী ও যোগ্য নেতার কেউই কমিটিতে নেই। জেলার অনেক নেতা রাজনীতির কারণে প্রকাশ্যে কিছু না বললেও ক্ষুব্ধ রয়েছেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি ২০১৪ সালে নির্বাচন বর্জন করে। তখন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইদ্রিস মিয়া ছিলেন ওই উপজেলার চেয়ারম্যান। তার সখ্য ছিল একই উপজেলার বিতর্কিত শিল্প গ্রুপ এস আলমের মালিক সাইফুল আলম মাসুদের সঙ্গে। বিগত ১৫ বছর বিএনপির রাজনীতিতে সক্রিয় না থেকে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছেন। নিজেকে পরিচয় দিতেন এস আলমের ঘনিষ্ঠজন হিসেবে। ইদ্রিস মিয়ার ভাতিজা সাইফুল ইসলাম সুমন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যবসায়িক অংশীদার।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন চাচার শেল্টারে আত্মগোপনে ছিলেন সুমন। ১ হাজার ৩০০ কোটি টাকা দুর্নীতি মামলার এই আসামি বিদেশ পালানোর সময় গত ৭ জানুয়ারি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযোগ উঠেছে, পটিয়া-আনোয়ারা উপজেলার প্রভাবশালী সুমনের টাকায় আহ্বায়ক হয়েছেন সদ্যঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া।

একই সঙ্গে সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের বিরুদ্ধেও রয়েছে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। তিনিও সাবেক ভূমিমন্ত্রীর সঙ্গে ব্যবসায়িক অংশীদার। অর্থ পাচার ও হত্যা মামলার আসামিও তিনি। আলোচিত বিএনপি নেতা জামাল উদ্দিন অপহরণ ও হত্যা মামলার আসামি ছিলেন লায়ন মো. হেলাল উদ্দিন। তার বিরুদ্ধে চেক প্রতারণা মামলা এবং দলের বিভিন্ন নেতা ও সাধারণ ব্যবসায়ীদের টাকা আত্মসাতের মামলা ছিল। হেলাল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগও উঠেছে। এ ছাড়া ৫ আগস্ট পরবর্তী আনোয়ারা শিল্পাঞ্চলে ব্যাপক চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এসব অভিযোগের বিষয়ে ইদ্রিস মিয়া ও হেলাল উদ্দিনকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১০

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১১

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১২

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৩

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৪

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৫

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৬

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৭

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১৮

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১৯

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

২০
X