চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পণ্য না পেয়ে হতাশায় ফিরছেন অর্ধেক মানুষ

চট্টগ্রামে টিসিবির পণ্য নিতে ভিড়। ছবি : কালবেলা
চট্টগ্রামে টিসিবির পণ্য নিতে ভিড়। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের বাইজিদ এলাকায় সকাল ১০টা থেকে বিক্রি হয় টিসিবির পণ্য। বাজার থেকে না কিনে এখান থেকে নিলে সাশ্রয় হবে টাকা। তাই সকাল থেকে এই এলাকায় ভিড় জমান কয়েকশ মানুষ। দশটা বাজতেই এই সংখ্যা হয়ে যায় তিন শতাধিক।

তাদেরই একজন স্থানীয় একটি গার্মেন্টসের শ্রমিক পপি আক্তার। কালবেলাকে তিনি বলেন, ট্রাকে করে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। সব মিলিয়ে এর জন্য গ্রাহককে দিতে হবে ৫৮৮ টাকা। দোকান থেকে এসব পণ্য কিনতে গেলে গুনতে হবে আরও বেশি টাকা। তাই সকাল থেকেই তিনি এসেছেন, দাঁড়িয়েছেন লাইনে।

শুধু পপি আক্তার নয়, তার মতো করে এসব পণ্য কিনতে লাইন ধরেছেন আরও ৩০০ মানুষ। কিন্তু টিসিবির পণ্য দেওয়া হবে মাত্র ২০০ জনকে।

টিসিবি, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, প্রতিদিন নগরীর ২০টি পয়েন্ট ধরে সপ্তাহের ছয়দিন মোট ১২০টি পয়েন্টে টিসিবি পণ্য বিক্রি করছে। এ হিসেবে প্রতিটি পয়েন্টে টিসিবি সপ্তাহে একবার করে পণ্য বিক্রি করছে। শুরুর দিকে কোথাও কোথাও ভিড় বেশি হলেও সপ্তাহখানেক পর সেটা কমে আসবে।

তিনি বলেন, প্রতিটি ট্রাকে ২০০ জনের জন্য এই বরাদ্দ থাকে। প্রতিদিন নগরের ২০টি পয়েন্টে প্রায় ৪ হাজার মানুষকে দেওয়া হচ্ছে এসব পণ্য। গত ১৩ দিনে নগরের ৫২ হাজার মানুষ পেয়েছেন এই পণ্য।

সরেজমিনে নগরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, ২০০ জনকে এসব পণ্য দেওয়া হলেও প্রতিটি ট্রাকের পেছনে ৩০০ থেকে ৪০০ মানুষের লম্বা লাইন। যে কারণে পণ্য নিতে না পেরে খালি হাতে বাড়ি ফিরছেন অর্ধেক মানুষ।

নগরীর চান্দগাঁও এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের এক শিক্ষিকাও লাইনে দাঁড়িয়েছিলেন। আবার বেসরকারি বিমা কোম্পানিতে ‘এজেন্ট’ হিসেবে কাজ করা প্রায় ৪৫ বছর বয়সী একজনের দেখা মিলেছে মেসার্স নূর আহমেদ এন্টারপ্রাইজের সামনে। উভয়ই জানালেন, বাজারে নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে, টিসিবির ন্যায্যমূল্যের পণ্য তাদের কিছুটা স্বস্তি দিয়েছে। এ জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পণ্য কিনতে মানুষের কষ্টবোধ হচ্ছে না।

জামালখান মোড়ে পণ্য কিনতে পেরে খুবই উচ্ছ্বসিত গৃহকর্মী রাবেয়া আক্তার। তিনি বলেন, বাজারে তো সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এখান থেকে নিলাম। ট্রাকে তেলের দাম কম। চিনি, ডালও খুবই কাজে লাগবে। ৫৮৭ টাকা দিয়ে যতগুলো পণ্য কিনলাম, বাজার থেকে কিনলে ডবল লাগত।

নগরীর বহদ্দারহাট ও বাকলিয়া এলাকায় টিসিবির পণ্যের ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রাক থেকে পণ্য কিনতে আসা কেউ কেউ ভোরেই এসে লাইনে দাঁড়িয়েছেন। শুধু নিম্ন আয়ের মানুষই টিসিবির পণ্য কিনছেন, এমন নয়। ক্ষুদ্র-মাঝারি দোকানি, রিকশা-অটোরিকশার চালক, কারখানার শ্রমিক, আবার অবসরপ্রাপ্ত কর্মকর্তা, স্কুলশিক্ষক, বিভিন্ন ছোটখাট বেসরকারি কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মীদেরও দেখা গেছে লাইনে।

টিসিবি, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, মানুষ খুবই উৎসাহ নিয়ে টিসিবির পণ্য কিনছেন। কোথাও কোনো সমস্যা হচ্ছে না। পর্যাপ্ত পণ্য আমরা ট্রাকে দিচ্ছি, লাইনে দাঁড়ানো সবাই পাচ্ছে। আমাদের কাছে পণ্যের মজুতও পর্যাপ্ত আছে। যেসব এলাকায় মানুষের উপস্থিতি বেশি সেসব এলাকায় অনেক সময় দুবারও এসব পণ্য দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারার সঙ্গে কুর্দিশ নেতার ফোনালাপ

বিপিএল ফাইনালের সময় এগিয়ে আনল বিসিবি

খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে বলেছেন : রবিন

রুমিন ফারহানাকে শোকজ, সশরীরে হাজির না হলে ব্যবস্থা

ঢাকা–বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত বেড়ে ৭

মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ে মরহুম ইয়াছিন আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ নিপুন রায়ের

ত্রয়োদশ সংসদ নির্বাচন / সাইফুল হকের সঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের মতবিনিময়

১০

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের টিডিএফ উদ্যোক্তাদের রিফাইন্যান্সিং সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

১১

প্রার্থীকে বললেন নির্বাচন কমিশনার / ‘ব্যাংকের টাকাটা দিয়ে দিয়েন, না দিলে জনরোষ তৈরি হবে’

১২

প্রার্থিতা ফিরে পেলেন ৪ শতাধিক, মোট বৈধ প্রার্থী দাঁড়াল যত

১৩

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

নতুন কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

১৫

তসলিমা নাসরিনসহ দুজনের বিরুদ্ধে মামলা

১৬

তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ

১৭

২১ জানুয়ারির মধ্যেই ঠিক হবে বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য

১৮

এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১৯

সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনর্গঠনে সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম

২০
X