চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পণ্য না পেয়ে হতাশায় ফিরছেন অর্ধেক মানুষ

চট্টগ্রামে টিসিবির পণ্য নিতে ভিড়। ছবি : কালবেলা
চট্টগ্রামে টিসিবির পণ্য নিতে ভিড়। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের বাইজিদ এলাকায় সকাল ১০টা থেকে বিক্রি হয় টিসিবির পণ্য। বাজার থেকে না কিনে এখান থেকে নিলে সাশ্রয় হবে টাকা। তাই সকাল থেকে এই এলাকায় ভিড় জমান কয়েকশ মানুষ। দশটা বাজতেই এই সংখ্যা হয়ে যায় তিন শতাধিক।

তাদেরই একজন স্থানীয় একটি গার্মেন্টসের শ্রমিক পপি আক্তার। কালবেলাকে তিনি বলেন, ট্রাকে করে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। সব মিলিয়ে এর জন্য গ্রাহককে দিতে হবে ৫৮৮ টাকা। দোকান থেকে এসব পণ্য কিনতে গেলে গুনতে হবে আরও বেশি টাকা। তাই সকাল থেকেই তিনি এসেছেন, দাঁড়িয়েছেন লাইনে।

শুধু পপি আক্তার নয়, তার মতো করে এসব পণ্য কিনতে লাইন ধরেছেন আরও ৩০০ মানুষ। কিন্তু টিসিবির পণ্য দেওয়া হবে মাত্র ২০০ জনকে।

টিসিবি, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, প্রতিদিন নগরীর ২০টি পয়েন্ট ধরে সপ্তাহের ছয়দিন মোট ১২০টি পয়েন্টে টিসিবি পণ্য বিক্রি করছে। এ হিসেবে প্রতিটি পয়েন্টে টিসিবি সপ্তাহে একবার করে পণ্য বিক্রি করছে। শুরুর দিকে কোথাও কোথাও ভিড় বেশি হলেও সপ্তাহখানেক পর সেটা কমে আসবে।

তিনি বলেন, প্রতিটি ট্রাকে ২০০ জনের জন্য এই বরাদ্দ থাকে। প্রতিদিন নগরের ২০টি পয়েন্টে প্রায় ৪ হাজার মানুষকে দেওয়া হচ্ছে এসব পণ্য। গত ১৩ দিনে নগরের ৫২ হাজার মানুষ পেয়েছেন এই পণ্য।

সরেজমিনে নগরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, ২০০ জনকে এসব পণ্য দেওয়া হলেও প্রতিটি ট্রাকের পেছনে ৩০০ থেকে ৪০০ মানুষের লম্বা লাইন। যে কারণে পণ্য নিতে না পেরে খালি হাতে বাড়ি ফিরছেন অর্ধেক মানুষ।

নগরীর চান্দগাঁও এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের এক শিক্ষিকাও লাইনে দাঁড়িয়েছিলেন। আবার বেসরকারি বিমা কোম্পানিতে ‘এজেন্ট’ হিসেবে কাজ করা প্রায় ৪৫ বছর বয়সী একজনের দেখা মিলেছে মেসার্স নূর আহমেদ এন্টারপ্রাইজের সামনে। উভয়ই জানালেন, বাজারে নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে, টিসিবির ন্যায্যমূল্যের পণ্য তাদের কিছুটা স্বস্তি দিয়েছে। এ জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পণ্য কিনতে মানুষের কষ্টবোধ হচ্ছে না।

জামালখান মোড়ে পণ্য কিনতে পেরে খুবই উচ্ছ্বসিত গৃহকর্মী রাবেয়া আক্তার। তিনি বলেন, বাজারে তো সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এখান থেকে নিলাম। ট্রাকে তেলের দাম কম। চিনি, ডালও খুবই কাজে লাগবে। ৫৮৭ টাকা দিয়ে যতগুলো পণ্য কিনলাম, বাজার থেকে কিনলে ডবল লাগত।

নগরীর বহদ্দারহাট ও বাকলিয়া এলাকায় টিসিবির পণ্যের ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রাক থেকে পণ্য কিনতে আসা কেউ কেউ ভোরেই এসে লাইনে দাঁড়িয়েছেন। শুধু নিম্ন আয়ের মানুষই টিসিবির পণ্য কিনছেন, এমন নয়। ক্ষুদ্র-মাঝারি দোকানি, রিকশা-অটোরিকশার চালক, কারখানার শ্রমিক, আবার অবসরপ্রাপ্ত কর্মকর্তা, স্কুলশিক্ষক, বিভিন্ন ছোটখাট বেসরকারি কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মীদেরও দেখা গেছে লাইনে।

টিসিবি, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, মানুষ খুবই উৎসাহ নিয়ে টিসিবির পণ্য কিনছেন। কোথাও কোনো সমস্যা হচ্ছে না। পর্যাপ্ত পণ্য আমরা ট্রাকে দিচ্ছি, লাইনে দাঁড়ানো সবাই পাচ্ছে। আমাদের কাছে পণ্যের মজুতও পর্যাপ্ত আছে। যেসব এলাকায় মানুষের উপস্থিতি বেশি সেসব এলাকায় অনেক সময় দুবারও এসব পণ্য দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

১০

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

১১

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১২

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১৩

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১৪

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৫

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৬

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৭

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৮

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৯

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

২০
X