সাইদুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

গরুর ব্যবসায় প্রতারণা, প্রবাসীর টাকা আত্মসাতের অভিযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গরুর ব্যবসার প্রলোভন দেখিয়ে ৯ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক প্রবাসীর দুসম্পর্কীয় আত্মীয়ের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী ওই প্রবাসী বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন।

অভিযুক্ত ব্যক্তির নাম হাজি আব্দুর রহিম। তিনি চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানার সারাং বাড়ি মধ্যম কুলগাঁওয়ের বাসিন্দা। তিনি ওই প্রবাসীর দুসম্পর্কীয় মামা।

ভুক্তভোগীর নাম শাহাজাহান। তিনি একজন বাহরাইন প্রবাসী। তিনি চট্টগ্রামের পাঁচলাইশ থানার ৭নং পশ্চিম ষোলশহরের আব্দুর রশিদের ছেলে।

অভিযোগে শাহজাহান বলেন, মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ১৭ বছর প্রবাসে থেকে ২০২১ সালের মে মাসে দেশে আসি। ব্যবসার উদ্দেশে নিলফামারী জেলা থেকে ৭৬টি গরু বাছুর ক্রয় করি। গরুগুলোকে পরিচর্যা, দেখাশোনা ও লালনপালন করে বাজারজাত করতে দুসম্পর্কীয় মামা হাজী আব্দুর রহিমের সঙ্গে আলাপ হয়।বালুছড়া খন্দকিয়া বাজারের পার্শ্বে কার্টন ফ্যাক্টরির সঙ্গে লাগানো তার মালিকানাধীন খামারে গরু রাখতে বলেন আব্দুর রহিম। ২০২২ সালের জুন মাসে নিলফামারী থেকে ২টি ট্রাকে করে ২০টি গরু চট্টগ্রামে তার খামারের নিয়ে রাখি।

শাহজাহান আরও বলেন, হাজি আব্দুর রহিমের সঙ্গে আমার চুক্তি হয় ২০টি গরু আমি ১৯ লাখ টাকায় বিক্রি করব। এর বেশি যা দাম পাবে দালাল হিসেবে আব্দুর রহিম পাবে। কিন্তু পরের দিন আমি খামারে গিয়ে দেখি সেখানে কোনো গরু নেই। এ বিষয়ে জানতে চাইলে রহিম আমাকে জানান, তিনি গরুগুলো বিক্রি করেছেন, সন্ধ্যায় আমাকে টাকা দেবেন।

এসময় শাহজাহান বলেন, কিন্তু সন্ধ্যা পার হয়ে রাত হলেও আমাকে টাকা দেয়নি। আজ-কাল দেব বলে কালক্ষেপণ ও হয়রানি করতে থাকে। পরে আত্মীয়স্বজনের হস্তক্ষেপে কয়েকবারে মোট উনিশ লাখ টাকার মধ্যে নয় লাখ পঁচাত্তর হাজার টাকা পরিশোধ করেন।

শাহাজাহান আরও বলেন, বাকি টাকা চাইতে গেলে তিনি আমাকে মারধর ও হত্যাচেষ্টা করেন। আমাকে হত্যাচেষ্টা ও আমার অর্থ আত্মসাতের বিষয়ে থানায় মামলা করি।

অভিযোগের বিষয়ে কালবেলার সঙ্গে কথা হয় হাজী আব্দুর রহিমের। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি মিথ্যা বলে মন্তব্য করেন। এছাড়াও শাহজাহানের সঙ্গে তার কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না বলেও দাবি করেন।

তবে থানার অভিযোগে ৯ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ থাকলেও, জিডিতে ২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল রানা কালবেলাকে বলেন, শাহজাহানের টাকা আত্মসাতের অভিযোগের ভিত্তিতে একটি মামলা হয়েছে। মামলাটির তদন্ত প্রক্রিয়াধীন। এছাড়াও চলমান বিষয়টি আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ হওয়ায় তা বাদী-বিবাদীদের আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির

অসুস্থ নারীকে তালাবদ্ধ করে রাখেন বিআরডিবি কর্মকর্তা

এসএসসিতে উত্তীর্ণ হওয়ায় পিতৃহীন সুরাইয়াকে তারেক রহমানের শুভেচ্ছা

গায়ানায় রাজ সাকিবের, শ্রীলঙ্কায় ভঙ্গুর বাংলাদেশ

শুল্ক আলোচনায় অগ্রগতি / মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে বৈঠক করলেন বাণিজ্য উপদেষ্টা

জবির ভূমিদাতা কিশোরী লালের শততম মৃত্যুবার্ষিকী পালন

শিক্ষকের ওপর হামলা, জবি ছাত্রদল নেতা মাহমুদুলের পদ স্থগিত

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত গ্রেপ্তার

পদ্মা সেতু নির্মাণে মোবাইলে সারচার্জ বন্ধে হাইকোর্টে রিট

মাংসপেশিতে চোট জাকেরের

১০

জবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদে ৩ দাবিতে বিক্ষোভ

১১

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ / দেশে ৩৩০ দিনে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা আড়াই হাজার

১২

বগুড়ায় আ.লীগ নেতার কারাদণ্ড

১৩

ফিরেই ঝলক, সাকিবের ব্যাটে দুর্দান্ত ফিফটি

১৪

রংপুর ইপিজেড বাস্তবায়ন নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ

১৫

গায়েবি মামলার আতঙ্কে ২০ গ্রামের মানুষ

১৬

পিআর পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থান উদ্বেগজনক : মামুনুল হক

১৭

সেপটিক ট্যাঙ্ক থেকে মিলল ফায়ার সার্ভিসের গাভি

১৮

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আ স ম রব

১৯

মহড়া চলাকালে মালয়েশিয়ায় পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত

২০
X