রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৪:৩৪ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি দেশটাকে বিদেশিদের হাতে তুলে দিতে চায় : তথ্যমন্ত্রী

স্বনির্ভর রাঙ্গুনিয়ায় উপকারভোগী সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 
স্বনির্ভর রাঙ্গুনিয়ায় উপকারভোগী সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

বিএনপি এখন প্রতিদিন চিল্লাচিল্লি করছে। তারা চিল্লাচিল্লি করে দেশটাকে বিদেশিদের হাতে তুলে দিতে চায়। তারা আমাদের যে তেল-গ্যাস আছে এসব তুলে দিতে চাচ্ছে, বঙ্গোপসাগরের অর্ধেক তুলে দিতে চাচ্ছে, বিদেশিদের সব দিয়ে দিতে চাচ্ছে তারা। এভাবে চিল্লাচিল্লি করে অন্য কোনো সরকার যদি ক্ষমতায় আসে, তবে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা থমকে যাবে, সব ভাতা বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের উপকারভোগী সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর উল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।

ড. হাছান মাহমুদ বলেন, আপনারা যে ভাতাগুলো পাচ্ছেন, এসব আওয়ামী লীগ সরকার দিচ্ছে। এগুলো ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় আসার পর প্রচলন করেছিল। বিএনপি পরবর্তীতে ক্ষমতায় এসে ভাতা কমিয়ে দিয়েছিল। তাদের বাড়ির ঝাড়ুদার, তাদের বাড়ির কাজের ছেলেমেয়ে, তাদের আত্মীয়স্বজনকে এই ভাতা দিয়েছিল তারা। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রতি ইউনিয়নে ২-৪ হাজার মানুষকে ভাতার আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, ভাতা দেওয়ার ক্ষেত্রে কে নৌকায় ভোট দিয়েছে কিংবা দেয়নি তা দেখিনি, কিংবা ভবিষ্যতেও কে নৌকায় ভোট দেবে কি দেবেন না তাও খুঁজিনি। যার ভাতার প্রয়োজন, তাকেই ভাতার আওতায় আনা হয়েছে। এক টাকাও খরচ হয়নি। এসব আওয়ামী লীগ সরকারের অবদান, নৌকা মার্কা সরকারের অবদান। বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, তবে এসব ভাতা বন্ধ হয়ে যাবে।

তথ্যমন্ত্রী বলেন, আপনাদের কাছে আমার ফরিয়াদ, আওয়ামী লীগ যেহেতু নুন খাওয়াচ্ছেন, তাই আওয়ামী লীগের নৌকা মার্কার গুণ গাইতে হবে। নিজেরা গুণ গাইলেও হবে না, নিজের পরিবারের অন্যান্য সদস্য কিংবা আশপাশের প্রতিবেশী আত্মীয়স্বজনদেরও বলতে হবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বানী তোষ সাহা ভাস্করের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, উপজেলার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী, মুজিবুল হক হিরু, উপজেলা আওয়ামী লীগ সদস্য সিরাজুল করিম সিকদার, শওকত বিন ইউনুস, উত্তরজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রিয়াজ, উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী, বর্তমান সাধারণ সম্পাদক মো. আলী শাহ, উত্তরজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবু বক্কর, আওয়ামী লীগ নেতা জহিরুল আলম, মো. শফিউল আলম, নাছির উদ্দীন সামু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ইউপি সদস্য জেরিন আক্তার, তাপস সাহা, বাদশা আলম, অভিজিৎ কুমার দে, আবদুল গফুর, আহাম্মদ সৈয়দ, মো. ইউসুফ, আবু তাহের, আবুল বশর, ইব্রাহিম খলিল রিফাত, মো. হান্নান, সরবালা দে প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যূনতম কর একটা কালাকানুন : এনবিআর চেয়ারম্যান

ঈদে মিলাদুন্নবীর ছুটি যেদিন

শপথ নিলেন হাইকোর্টের ২৫ বিচারপতি

সাকিবের প্রিয় ‘শিকারের’ তালিকায় তামিম, দেখে নিন পুরো তালিকা

‘ভয়ংকর আফ্রিদির’ মুখোশ খুললেন তানভীর রাহী

ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

তথ্য গোপন করে প্রধান শিক্ষক, অতঃপর...

পুঁজিবাজারের প্রতারক চক্র গোয়েন্দা সংস্থার নজরে: ডিএসই

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম 

চট্টগ্রামে সেপটিক ট্যাঙ্কে নেমে ২ শ্রমিকের মৃত্যু

১০

রাতে খাওয়ার পরও ক্ষুধা লাগার কারণ জেনে নিন

১১

বৃষ্টি-গরম নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১২

প্রেমের স্মৃতি টেনে কিমের সঙ্গে দেখা করতে চাইলেন ট্রাম্প

১৩

কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

১৪

নদীভাঙনের কবলে শতবর্ষী স্কুল, হুমকিতে মাঠ ও শহীদ মিনার

১৫

আবারও সেরা ব্রাজিল, কলম্বিয়াকে হারিয়ে জিতল টানা তৃতীয় শিরোপা

১৬

দুদিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

১৭

‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের পেজটি গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট

১৮

সরকারি ইজারাবিহীন বালুমহালে মোবাইল কোর্টের হানা

১৯

পর্দায় শুভশ্রীর সঙ্গে নিজেকে দেখে অশ্রুসিক্ত দেব

২০
X