জুলাই-আগস্ট গণআন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি ফের পেছাল। পরবর্তী শুনানির জন্য ২৮ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।
আজ ট্রাইব্যুনাল-২-এ এই মামলার ওপর অভিযোগ গঠনের দিন ধার্য করেছিলেন আদালত। এ নিয়ে চতুর্থবারের মতো অভিযোগ গঠনের শুনানি পেছাল।
এর আগে গত ১৪ অক্টোবর ট্রাইব্যুনাল-২ অভিযোগ গঠনের শুনানির জন্য ২৩ অক্টোবর দিন ধার্য করেন।
মন্তব্য করুন