মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩৩
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ১২:২৪ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাসচাপায় প্রাণ গেল একই পরিবারের সাতজনের

হাটহাজারিতে দুর্ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা
হাটহাজারিতে দুর্ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা

চট্টগ্রামের হাটহাজারীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক উপজেলার মির্জাপুর ইউনিয়নস্থ চারিয়া বোর্ড স্কুল ইজতেমা মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই দুর্ঘটনায় চালকসহ এক যাত্রী গুরুতর আহত হয়েছে। তবে চালকের অবস্থা আশংকাজনক বলে কালবেলাকে জানিয়েছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহরিন আনোয়ার।

নিহতরা হলেন, পটিয়া মনসা বাদামতল সাতবাড়িয়া এলাকার মৃত শচীন্দ্র দাশের স্ত্রী চিনু দাশ (৪৭), মায়া দাশ (২৭), দিপ দাশ (৫), দিগন্ত দাশ (৪), শ্রাবন্তি দাশ (৪) ও বর্শা দাশ (৫)। আহতরা হলেন, একই বাড়ির বাপ্পা দাশ (৩২) ও চালক ফটিকছড়ি বারমাসিয়া এলাকার বিপ্লব দাশ (২৭)।

সরেজমিনে প্রত্যক্ষ্যদর্শী ও আহতের সাথে কথা বলে জানা গেছে, নগরীর বালুছড়া এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ফটিকছড়ি শাহনগরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে হঠাৎ অপর একটি সিএনজিকে পাশ কাটিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম-খাগড়াছড়ির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিঅটোরিকশাটি দুমড়ে-মুছড়ে সড়কে উপর পড়ে। এ সময় ছড়িয়ে ছিটিয়ে পড়েন সিএনজির যাত্রীরা। ঘটনাস্থলেই চালক ও এক যাত্রী ছাড়া সবাই নিহত হন। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেলে রেফার করে।

এদিকে দুর্ঘটনার পর পরই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম মশিউজ্জামান, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, র‍্যাব, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের পাশাপাশি সড়কে যানচলাচল স্বাভাবিক করে। তবে ঘটনার পর পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত বাপ্পা দাশ বলেন, নিহত মায়া দাশ তার মামি। মূলত মামির বাড়ি ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে তারা পটিয়া থেকে বের হয়েছেন। ওই মূহুর্তে তার মাসহ সঙ্গীয় সবাই মারা গেছেন। তবে তাদের মৃত্যুর খবরটি তিনি (আহত বাপ্পা) জানেন না বলে প্রতিবেদককে চিকিৎসক জানিয়েছেন।

মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, লাশ হাইওয়ে থানাকে হস্তান্তর করা হয়েছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশগুলো উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি আদিল মাহবুব বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১০

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১১

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১২

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৩

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৪

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৫

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৬

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৭

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৮

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৯

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

২০
X