কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

এসিআই ক্রপ কেয়ার পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার পরিবেশক সম্মেলন। ছবি : কালবেলা
কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার পরিবেশক সম্মেলন। ছবি : কালবেলা

এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) শেষ হয় কক্সবাজারে তিন দিনব্যাপী চলা এই সম্মেলন।

দেশের খাদ্য নিরাপত্তায়, ফসলের সুরক্ষা ও বালাই ব্যবস্থাপনার পথিকৃৎ এসিআই ক্রপ কেয়ার কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিআই ফর্মুলেশনস্ লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সুষ্মিতা আনিস।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২৫০ জন পরিবেশকের পাশাপাশি প্রতিষ্ঠানটির সেলস ও মার্কেটিং বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সুস্মিতা আনিস তার উদ্বোধনী ভাষণে উপস্থিত পরিবেশকদের কোম্পানির গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চ্যানেল পার্টনার হিসেবে অভিহিত করেন। এসিআই ক্রপ কেয়ারের পণ্য দেশের প্রতিটি প্রান্তে তথা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পরিবেশকদের সামাজিক ও ব্যবসায়িক উন্নয়নে কোম্পানির পূর্ণ সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

সুস্মিতা আনিস বলেন, ব্যবসায়িক মুনাফা অর্জন ছাড়াও এসিআই ক্রপ কেয়ার দেশের কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে; এবং এই কর্মকাণ্ডে এসিআই ক্রপ কেয়ার ও পরিবেশকদের মধ্যকার এই অংশীদারত্বের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসিআই ক্রপ কেয়ারের চিফ অপারেটিং অফিসার ড. মুকতার আহমেদ সরকার বলেন, দেশের কৃষি ও আর্থ-সামাজিক পরিবর্তনের সাথে সাথে পরিবেশকগণ যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন সেসব চ্যালেঞ্জ মোকাবিলায় এসিআই ক্রপ কেয়ার প্রতিশ্রুতিবদ্ধ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা সময়মতো আপনাদের হাতে এসিআই ক্রপ কেয়ারের গুণগতমানসম্পন্ন পণ্য তুলে দিচ্ছি। আমরা বিশ্বমানের আধুনিক ‘রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠিত করেছি। এই সেন্টারের মাধ্যমে দেশে গুনগত মানের কৃষি উপকরণ নিশ্চিতকরন এবং এসিআই ক্রপ কেয়ারের পাশাপাশি দেশের সামগ্রিক কৃষি খাতের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করি।

এ ছাড়া দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তার স্বার্থে আমাদের আন্তরিক প্রচেষ্টায় পরিবেশকদের সহযোগিতা ও অংশগ্রহণ একান্তভাবে কামনা করেন ড. মুকতার আহমেদ সরকার।

তিন দিনব্যাপী এই সম্মেলনে সারা দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের প্রায় ২৫০ জন পরিবেশকদের জন্য কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে দুই রাত অবস্থান, জেলা ট্যুরিস্ট স্পটসমূহে ভ্রমণ ও রাতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তন্মধ্যে ৪৮ জন পরিবেশককে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সর্বোচ্চ অবদানের জন্য কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিশেষভাবে পুরস্কৃত করেন।

অনুষ্ঠানে এসিআই ক্রপ কেয়ারের জেনারেল ম্যানেজার মার্কেটিং-আব্দুর রহমান, জেনারেল ম্যানেজার- R&D সুবীর চৌধুরী, জেনারেল ম্যানেজার-সেলস্ হুমায়ুন কবির এবং জেনারেল ম্যানেজার ইনস্টিটিউশনাল বিজনেস গিয়াস উদ্দিন আহমেদ পরিবেশকদের উদ্দেশে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

সবশেষে এসিআই ক্রপ কেয়ারের চিফ অপারেটিং অফিসার ড. মুক্তার আহমেদ সরকার আগামী বছরগুলোতে সবার সমৃদ্ধি কামনা করে ও ধন্যবাদ জানিয়ে পরিবেশক সম্মেলন ২০২৩ এর সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, এসিআই ক্রপ কেয়ার হচ্ছে এসিআই ফর্মুলেশনস্ লিমিটেডের একটি ব্যবসায়িক পরিশাখা। এটি মূলত পরিবেশবান্ধব বালাইনাশক, কীটনাশক, আগাছা নাশক, ছত্রাক নাশক এবং জৈব বালাইনাশক নিয়ে কাজ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনায় ভয়াবহ দাবানলে বনভূমি পুড়ে ছাই

প্রস্তাব পেলে বাংলাদেশের কোচ হবেন কি না জানালেন মিকি আর্থার

রোলার চাপায় খেলার বয়সেই থেমে গেল শিশু আজিমের জীবন

জাপা-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল

ইন্টারনেট নিয়ে গ্রাহকদের বড় সুখবর দিল বিটিসিএল

আমেরিকানদের খুব দ্রুত ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ

আ.লীগ নেতার বাড়িতে আগুন

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে প্রার্থী মোবিন

কুমিল্লা-২ আসন নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসির আবেদন

কর ফাঁকির মামলায় খালাস পেলেন দুলু

১০

সাবেক মেয়র লিটনের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

১১

পাওনা টাকা সংগ্রহে বাড়ি থেকে বের হন, মরদেহ ধানক্ষেতে

১২

জীবনযাপনের মধ্যেই লুকিয়ে আছে মাথাব্যথার কারণ

১৩

যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প

১৪

ভারতে না খেলার সিদ্ধান্তে এখনও অটল বিসিবি

১৫

মাইক্রোবাস চালককে ছুরিকাঘাতে হত্যা

১৬

আজ থেকে নতুন দামে যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

রোড টু ২৬: ব্রাজিলের প্রতিপক্ষ কারা, কবে কখন ম্যাচ

১৮

আলোচিত সেই মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

১৯

সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন বাংলাদেশের

২০
X