কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০১:৫২ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ালটন দেশের আইকন : বাণিজ্যমন্ত্রী

ওয়ালটন আয়োজিত ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি এক্সপো-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি : কালবেলা
ওয়ালটন আয়োজিত ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি এক্সপো-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি : কালবেলা

ওয়ালটন দেশের আইকনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দেশের মানুষের যে ক্রয়ক্ষমতা বেড়েছে তার পরিপ্রেক্ষিতে ওয়ালটন দেশের মানুষের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের পণ্য ছড়িয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার ওয়ালটন আয়োজিত ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি (এটিএস) এক্সপো-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলমান তিন দিনব্যাপী এই আয়োজনের আজকের প্রথমদিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান প্রফেসর শিবলি করা ইয়েত-উল-ইসলাম, এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সামির সাভার এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম মুর্শেদ।

এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, তারা (ওয়ালটন) শুধু দেশেই নয়, দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। আজ তারা সাহস করে এই বড় অনুষ্ঠানের আয়োজন করেছে। এটা শুধু তাদের জন্য নয় বরং পুরো দেশের জন্য গর্বের। একটা বিষয় ভেবে দেখেন যে, কত ইলেকট্রনিক পণ্য তারা দেশেই তৈরি করছে যার জন্য অর্থ বাইরে চলে যাচ্ছে না। তাদের হাত ধরেই এভাবে আমাদের পণ্য বিদেশে রপ্তানি করে আয় করতে হবে। ওয়ালটন আমাদের দেশের আইকন, দেখার মতো একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যেভাবে তারা এগিয়ে এসেছে, এখন দেশের চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে যাচ্ছে। দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে, সেই চাহিদা পূরণ করবে ওয়ালটন। এই মেলা একটা ব্যতিক্রমী চেষ্টা তাদের।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমাদের সরকার নিজে ব্যবসা করবে না, তবে ব্যবসায়ীদের সর্বোচ্চ সহায়তা করবে। আজ তাদের পণ্য দেশের বাইরে রপ্তানি হচ্ছে। আরও নতুন নতুন বাজার তৈরি হচ্ছে। তাদের লক্ষ্যমাত্রা রয়েছে ১০ বিলিয়ন ডলার রপ্তানির। এই লক্ষ্যমাত্রা অর্জনে সরকার তাদেরকে সবধরনের সহায়তা করবে।

অনুষ্ঠানে গোলাম মুর্শেদ বলেন, আজ বাংলাদেশের জন্য ঐতিহাসিক এবং স্মরণীয় দিন। আজ বাংলাদেশের একটি প্রতিষ্ঠান বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে ব্র্যান্ডিং করছে। বাংলাদেশ কী করতে পারে, বাংলাদেশের যে সম্ভাবনা সেটিই ওয়ালটন দেখাচ্ছে। আমরা আশা করি ওয়ালটনের প্রতি আপনাদের ভালোবাসা, সরকারের নীতিগত সহায়তা থাকলে ওয়ালটন আরও এগিয়ে যাবে; বাংলাদেশকে এগিয়ে নেবে।

প্রসঙ্গত, আজ থেকে রাজধানীর আইসিসিবি তে ওয়ালটনের আয়োজনে শুরু হয়েছে "এটিএস এক্সপো ২০২৩"। এতে একই ছাদের নিচে সমাহার ঘটেছে ওয়ালটনের নিজস্ব সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে তৈরি আন্তর্জাতিকমানের ৫০ হাজারেরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস এবং টেস্টিং ফ্যাসিলিটিস। শিল্পমেলায় মোট ২১টি স্টলে পণ্যসহ ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্টস, ম্যাটেরিয়ালস, সার্ভিসেস, টেস্টিং ল্যাব ও ফ্যাসিলিটিস প্রদর্শন করা হচ্ছে। আগামী শনিবার পর্যন্ত এই এক্সপো চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ‘গত আগস্টে লুট করা অস্ত্র’ দিয়ে পুলিশের ওপর হামলা

গরিবের স্বপ্নেই থাকে ইলিশ

কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না : উপদেষ্টা বশিরউদ্দীন

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে'

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

১০

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

১১

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

১২

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

১৩

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

১৪

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

১৫

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

১৬

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

১৭

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

১৮

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১৯

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

২০
X