কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে শুরু হচ্ছে ‘এসইউবি এ্যাডমিশন ফেয়ার ২০২৫’

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে শুরু হচ্ছে এসইউবি এ্যাডমিশন ফেয়ার। ‍ছবি : সংগৃহীত
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে শুরু হচ্ছে এসইউবি এ্যাডমিশন ফেয়ার। ‍ছবি : সংগৃহীত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ঢাকার দক্ষিণ পূর্বাচলের স্থায়ী ক্যাম্পাসে শুরু করছে ‘এসইউবি এ্যাডমিশন ফেয়ার ২০২৫’। ফেয়ার চলাকালীন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য থাকছে ১০–৭৫% মেধাভিত্তিক স্কলারশিপ। এছাড়া মেলার সময় ভর্তি হলে শিক্ষার্থীরা বিশেষ গিফট পাবেন। ফেয়ারে অংশগ্রহণ আরও সহজ করতে শিক্ষার্থীদের জন্য কুড়িল থেকে ক্যাম্পাস পর্যন্ত ফ্রি যাতায়াত ব্যবস্থা রাখা হয়েছে।

এই ফেয়ার উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খান বলেন, ‘এসইউবি এ্যাডমিশন ফেয়ার ২০২৫ আমাদের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা চাই দেশের প্রতিটি মেধাবী শিক্ষার্থী যেন আমাদের স্থায়ী ক্যাম্পাসে এসে সরাসরি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার মান এবং সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারে। এই আয়োজনের মাধ্যমে উচ্চশিক্ষাকে আরও সহজলভ্য, সাশ্রয়ী এবং গুণগতমানসম্পন্ন করে তোলাই আমাদের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘ফেয়ারটি শুধুই ভর্তি সংক্রান্ত নয়, বরং শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবন ও সুবিধা সরাসরি জানার সুযোগও প্রদান করছে। আমাদের স্থায়ী ক্যাম্পাসে রয়েছে সুবিশাল সবুজ মাঠ, যেখানে শিক্ষার্থীরা খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কার্যক্রমে অংশ নিতে পারবে। এছাড়া, স্মার্ট ল্যাব এবং আধুনিক শিক্ষার সরঞ্জাম শিক্ষার্থীদের আধুনিক ও প্র্যাকটিক্যাল শিক্ষার পরিবেশ নিশ্চিত করে।’

শিক্ষার্থীদের যাতায়তের জন্য ঢাকার ১৩টি রুটে বিশ্ববিদ্যালয়ের বাস রয়েছে বলে জানান উপাচার্য । এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের যাতায়তের সুবিধার জন্য রয়েছে ৩৬টি নিজস্ব বাস, যা ঢাকার ১৩টি রুটে নিয়মিত যাতায়ত করে। এছাড়া, বিভাগ ভিত্তিক ২৫টি আধুনিক ল্যাব রয়েছে, যার মধ্যে ১৭টিই ফার্মেসি বিভাগের। শিক্ষার্থীদের বিনোদন ও সামাজিক কার্যক্রমের জন্য ৭টি সেন্ট্রাল ক্লাবের অধীনে রয়েছে মোট ১৭টি ক্লাব। এছাড়া, ক্যাম্পাসে সুবিশাল লাইব্রেরি, মসজিদ ও আধুনিক সকল সুযোগ-সুবিধা সম্পন্ন হোস্টেল সুবিধা এবং উচ্চ গতির ওয়াইফাই রয়েছে, যা শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষাসহায়ক পরিবেশে পড়াশোনা ও গবেষণার সুযোগ দেয়।’

বিশ্ববিদ্যালয়টি ৪টি স্কুলের অধীনে পরিচালিত, যেখানে মোট ১০টি বিভাগ রয়েছে— আর্কিটেকচার, বিজনেস, সিএসই, ইংলিশ, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফুড ইঞ্জিনিয়ারিং এবং নিউট্রিশন সায়েন্স, জার্নালিজম, আইন, ফার্মেসি ও পাবলিক হেলথ। অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকবৃন্দের মাধ্যমে এসব বিভাগে শিক্ষার্থীদের উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়।

এছাড়া, রয়েছে ১৫,০০০+ এ্যালামনাই নেটওয়ার্ক, যা শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও পেশাগত সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতি নিশ্চিত করতে রয়েছে ডেডিকেটেড ক্যারিয়ার হাব ক্লাব, যার অধীনে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিঙ্কেজ কার্যক্রম সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পভিত্তিক গবেষণা, ইন্টার্নশিপ ও হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।

ফেয়ারে আগত শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন বিভাগের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ পাবেন এবং ভর্তি ও ক্যারিয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ 16665, 01766663558, 01766662982

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই বিপ্লবে মহিলা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল : আফরোজা আব্বাস

চাকরি দিচ্ছে বিমান বাংলাদেশ, দ্রুত আবেদন করুন 

ট্রেনের এসি কামরার চাদর-তোয়ালে চুরি করছিলেন যাত্রী, অতঃপর…

ফেব্রুয়ারির নির্বাচন / ভোট দিতে চান ৯৪ শতাংশ, পিআর বোঝেন না ৫৬ শতাংশ ভোটার

ধর্মীয় ও নৈতিক শিক্ষার অপরিহার্যতা

ডাকসুর কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক মোশারফ 

গোসল ফরজ হলে নারীরা যা করতে পারবেন, যা করতে পারবেন না

পরিকল্পনার এক সচিবকে ওএসডি

জবি ছাত্রদল নেতার উদ্যোগে দুই দিনব্যাপী ফল ও পিঠা উৎসব

ভারত শত্রুতা নাকি সুসম্পর্ক চায় সিদ্ধান্ত নিক : শেহবাজ

১০

রেহানা-টিউলিপদের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য 

১১

এক ওয়ানডে ম্যাচে ৯৯ চার, ১২ ছক্কা ও ৭৮১ রান!

১২

স্বপ্নে সাপ দেখলে কী হয়? যা বলছেন আহমাদুল্লাহ

১৩

আট খুঁটিতে আটকে আছে ১৩ কোটি টাকার কাজ

১৪

সুপার ফোরে দুর্দান্ত শুরু করা বাংলাদেশকে যে পরামর্শ দিলেন মাশরাফি

১৫

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুর

১৬

কেন বুকে ব্যথা লুকিয়ে মুখে হাসি রেখেছেন প্রভা!

১৭

আইন সংশোধনে তামাক কোম্পানির সঙ্গে বৈঠক বর্জনের দাবি চিকিৎসকদের

১৮

সাগরে লঘুচাপ, বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

১৯

শাহরুখকে বাদ দিয়ে কেন শাকিব খানকে বেছে নিলেন হানিয়া?

২০
X