বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আন্তর্জাতিক সম্মেলন হলে অনুষ্ঠিত হয় ‘থ্রি-মিনিট’স রিসার্চ প্রজেক্ট কম্পিটিশন-এর গ্র্যান্ড ফাইনাল ২০২৫’।
গবেষণাভিত্তিক এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তরুণ গবেষকরা মাত্র তিন মিনিটের সংক্ষিপ্ত সময়ে তাদের গবেষণা প্রকল্প উপস্থাপনার দক্ষতা প্রদর্শন করেন। প্রতিযোগিতার প্রতিটি উপস্থাপনা ছিল সৃজনশীলতা, গবেষণার গভীরতা ও ভবিষ্যৎ দক্ষ গবেষক তৈরির অনন্য প্রতিফলন।
চূড়ান্ত প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মানিত সদস্য অধ্যাপক সাইদুর রহমান। তিনি প্রতিযোগীদের সৃজনশীলতা ও উপস্থাপন দক্ষতার প্রশংসা করে বলেন, গবেষণার মানোন্নয়ন ও তরুণ গবেষকদের উৎসাহিত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিইউবিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। তিনি অংশগ্রহণকারীদের গবেষণার প্রতি নিষ্ঠা, আত্মনিবেদন ও জটিল ধারণাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে উপস্থাপনের দক্ষতার প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান প্রফেসর মো. আবু সালেহ। তিনি প্রতিযোগীদের অভিনন্দন জানিয়ে বলেন, গবেষণাভিত্তিক একাডেমিক সংস্কৃতি গড়ে তুলতে বিইউবিটিতে এ ধরনের আয়োজন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউবিটির কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলী আহমেদ এবং বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের অ্যাক্টিং ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান। তারা প্রতিযোগীদের ও আয়োজকদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের গবেষণামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।
চূড়ান্ত পর্বে শীর্ষ দশ প্রতিযোগীর মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিইউবিটির বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি পুরো পরিবেশকে করে তোলে প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক।
মন্তব্য করুন