

বিপিএলে প্রথমবারের মতো অংশ নিতে এসে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। তাদের চমক যেন থামছেই না। সরাসরি চুক্তিতে তারকাদের দলে ভেড়ানোর পর নিলামেও বেশ ভালো মানের ক্রিকেটার নেয় তারা। এবার আরও দুই বিদেশি ক্রিকেটারকে নিজেদের করে নিল ফ্র্যাঞ্চাইজিটি।
বিপিএলের পরবর্তী আসরকে সামনে রেখে আফগানিস্তানের পেসার বিলাল সামির সঙ্গে চুক্তি করেছে নোয়াখালী এক্সপ্রেস। আফগানদের হয়ে দুটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলা বিলাল কখনোই বিপিএলে খেলার সুযোগ পাননি। এখন পর্যন্ত ৩১ ম্যাচে ৪০ উইকেট শিকার করেছেন এই আফগান পেসার।
বিলালের আগে নোয়াখালী চুক্তি করে সংযুক্ত আরব আমিরাতের পেসার ইবরার আহমেদের সঙ্গে। জাতীয় দলে খুব বেশি সুযোগ না পেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত মুখ তিনি। ইবরার আবুধাবি টি-টেনে ডেকান গ্ল্যাডিয়েটর্স ও আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেছেন।
তারও আগে, আফগানিস্তানের ২৬ বছর বয়সী চায়নাম্যান জহির খানকে দলে নেয় নোয়াখালী। রাজস্থান রয়্যালস, ব্রিসবেন হিট, ইসলামাবাদ ইউনাইটেড, মেলবোর্ন স্টার্স, এমআই ইমিরেটস, মন্ট্রিয়াল টাইগার্সের মতো দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই আফগান ক্রিকেটারের। বিপিএলেও এর আগে খেলেছেন তিনি।
জহির খানকে দলে ভেড়ানোর তথ্য নিশ্চিত করে নোয়াখালী এক্সপ্রেস লেখে, ‘আইপিএল, বিবিএল, পিএসএল, সিপিএল, বিপিএল, আইএলটি২০— সব অভিজ্ঞতা নিয়ে দ্য ম্যাজিকম্যান জহির খান এখন নোয়াখালীর হয়ে! স্বাগতম, জহির।’
মন্তব্য করুন