

সততা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে নিজেদের যোগ্য সেনা হিসেবে গড়ে তুলতে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
তিনি আশা প্রকাশ করেন, বিমানবাহিনীর সদস্যরা অকৃত্রিম দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে মৌলভীবাজারের কমলগঞ্জে বিমানবাহিনীর ৫৩তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি কৃতী সদস্যদের মাঝে ট্রফি বিতরণ করেন।
এর আগে বিমানবাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার এবং রিক্রুটস ট্রেনিং স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন খায়রুল বাসার তাকে স্বাগত জানান।
অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন