

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) ও Foreign Admission & Career Development Consultants Association of Bangladesh (FACD- CAB)-এর মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) মো. মহসিন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শেখ আশ্বাফুজ্জামান এফসিএ, পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান, বিসিবিএল; মো. জহিরুল আলম, উপব্যবস্থাপনা পরিচালক, বিসিবিএল; মো. জুলফিকার আলী জুয়েল, সভাপতি, FACD- CAB; মো. মেহেদি হাসান, সাধারণ সম্পাদক, FACD- CAB বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মোহাম্মদ জিয়াউল করিম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) বিসিবিএল। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল আলম এবং FACD- CAB-এর পক্ষে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জুলফিকার আলী (জুয়েল) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ব্যাংকের প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা এবং FACD-CAB-এর নির্বাহী কমিটির সদস্যরা এবং অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় FACD-CAB এবং বিসিবিএল যৌথভাবে বিদেশগামী ছাত্র-ছাত্রীদের ব্যাংকিং সহযোগিতার ক্ষেত্রে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন