কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বাটা গ্রুপের প্রতিষ্ঠা দিবস উদযাপন

জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে বাটা গ্রুপ। ছবি : সংগৃহীত
জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে বাটা গ্রুপ। ছবি : সংগৃহীত

বাটা একটি বহুপরিচিত ঐতিহ্যবাহী ফুটওয়্যার ব্র্যান্ড। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করছে বাটা গ্রুপ।

এত বছরের অসাধারণ যাত্রাকে স্মরণ করার পাশাপাশি, বিশ্বব্যাপী কর্মী, গ্রাহক এবং সমাজকে সম্মিলিত করতে বাটা বিশ্বব্যাপী এই ইভেন্টটির আয়োজন করেছে। ১৮৯৪ সালের এই দিনে যাত্রা শুরু করার কারণে, বাটার জন্য দিনটি অপরিসীম তাৎপর্য বহন করে।

আজকের দিনটি স্মরণীয় করে রাখতে এই প্রথমবারের মতো বাটা চিলড্রেনস প্রোগ্রামের চেয়ারম্যান, মনিকা পিগনাল বাটা বাংলাদেশ পরিদর্শনে এসেছেন। বাটা চিলড্রেনস প্রোগ্রাম, শিশুদের জীবন কীভাবে প্রভাব ফেলছে তা প্রত্যক্ষ দর্শন করতে তিনি বিসিপি স্কুলও পরিদর্শন করেন। এই প্রোগ্রামে মনিকা পিগনাল বাটার সঙ্গে বাটা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর, দেবব্রত মুখার্জি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটিতে এসওএস চিলড্রেনস ভিলেজেস ইন্টারন্যাশনালের সঙ্গে বিশ্বব্যাপী পার্টনারশিপের কথা ঘোষণা করে আনন্দ প্রকাশ করেছে বাটা। এসওএস চিলড্রেনস ভিলেজেস হলো বিশ্বের বৃহত্তম সংস্থা, যা পিতৃমাতৃহীন শিশু এবং তরুণদের সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় যত্ন, সম্পর্ক এবং সহায়তা নিশ্চিত করে। এই পার্টনারশিপ তরুণদের সমর্থন ও ক্ষমতায়নে বাটার দৃঢ় প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করে।

প্রতিষ্ঠা দিবসের মূলে রয়েছে বাটার অন্যতম প্রধান লক্ষ্য- জীবনকে উন্নত করা। বাটা চিলড্রেনস প্রোগ্রাম (বিসিপি)-এর মাধ্যমে স্থানীয় ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপের দ্বারা সংস্থাটি শিশুদের তাদের সম্ভাবনার শিখরে পৌঁছাতে সহায়তা করে। ২০১১ সাল থেকে বাটার কর্মকাণ্ডের আওতাধীন এলাকাগুলোতে ৪ লাখেরও বেশি শিশুকে সহায়তা করেছে।

বাংলাদেশে বাটা চিলড্রেনস প্রোগ্রাম (বিসিপি) বছরের পর বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের জীবন উন্নয়নে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। ২০১৯ সাল থেকে পার্টনারশিপে থাকা আশরাফ টেক্সটাইল মিলস হাইস্কুলে ইতোমধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বিসিপি। যেমন : স্কুল সংস্কার, দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সাধারণ দক্ষতাগুলোর প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং এই শিশুদের জন্য মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরি করা। এ ছাড়াও, এই প্রচেষ্টাগুলোর ফলে শিক্ষা ক্ষেত্রে শিশুদের ঝরে পড়ার হার হ্রাস পেয়েছে, এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলা, শিল্পকলা এবং সাংস্কৃতিক কার্যক্রমের প্রসার ঘটেছে।

বাটা গ্রুপ সম্পর্কিত : বাটা গ্রুপ বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় একটি ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার এবং রিটেইলার ব্র্যান্ড। ১৮৯৪ সালে যাত্রা শুরুর পর থেকে, বাটা নিজেকে কারিগরি গুণমান এবং উদ্ভাবনের প্রতিশ্রুতির জন্য পরিচিত একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশ্বব্যাপী ৭০টিরও বেশি দেশে কাজ করে, লাখ লাখ গ্রাহকদের সেবা প্রদান করে সংস্থাটি। বাটা তার পণ্য, জনসেবামূলক উদ্যোগ এবং স্থায়িত্বের প্রতিশ্রুতি দিয়ে জীবনকে উন্নত করার জন্য নিবেদিত। আরো তথ্যের জন্য, ভিজিট করুন- https://thebatacompany.com.

বাটা চিলড্রেনস প্রোগ্রাম সম্পর্কিত : বাটার সবচেয়ে বড় এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) প্রোগ্রাম হলো বাটা চিলড্রেনস প্রোগ্রাম (বিসিপি)। এর মাধ্যমে স্থানীয় ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপের দ্বারা শিশুদের তাদের সম্ভাবনায় পৌঁছাতে সহায়তা করে বাটা।

এসওএস চিলড্রেনস ভিলেজেস সম্পর্কিত : এসওএস চিলড্রেনস ভিলেজেস হলো বিশ্বের বৃহত্তম সংস্থা, যা পিতৃমাতৃহীন শিশু এবং তরুণদের সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় যত্ন, সম্পর্ক এবং সহায়তা নিশ্চিত করে। আরো তথ্যের জন্য, ভিজিট করুন- www.sos-childrensvillages.org.

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোপেনহেগেনে ফুসফুস স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশি ২ বিশেষজ্ঞ

আগুনে পুড়ে ছাই আড়াই হাজার মুরগির বাচ্চা

কলেজে শিক্ষার্থীদের টিকটক ভিডিও, মোবাইল নিষিদ্ধ করল কর্তৃপক্ষ

তাইওয়ান ইস্যুতে জাপানের বক্তব্য, পাল্টা অবস্থান চীনের

পানি কি সত্যিই ত্বক উজ্জ্বল করে

তিশার বিরুদ্ধে ভারতীয় প্রযোজকের অর্থ আত্মসাতের অভিযোগ

ভূমিকম্প / বুয়েট বিশেষজ্ঞের সমন্বয়ে ঢাবিতে হল পরিদর্শন শুরু

কংক্রিট নির্ভর উন্নয়ন ঢাকাকে অনিরাপদ করেছে : পরিবেশ উপদেষ্টা

সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুপালি বরখাস্ত, এলাকায় মিষ্টি বিতরণ

মহাসড়কের পাশে মিলল কাপড়ে মোড়ানো নবজাতক 

১০

ইউআইইউতে ভূমিকম্পের ঝুঁকি এবং নিরসন বিষয়ক সেমিনার

১১

বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের সেনা-বিজিপির ৫ সদস্য

১২

বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি দিদারুল

১৩

র‌্যাবের হাতে গ্রেপ্তার অপহরণ মামলার আসামি সম্রাট

১৪

স্মার্টফোন যেভাবে ভূমিকম্প শনাক্ত করে

১৫

ছাত্রদলের ১ ইউনিটের কমিটি স্থগিত

১৬

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নেবে ১ হাজার ১৫২ জন

১৭

এরিয়া সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিক্স

১৮

বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’ সিটি ব্যাংকের মাসরুর আরেফিন

১৯

ইসরায়েলসহ মিত্রদের হয়ে গুপ্তচরবৃত্তি, ১৭ জনের মৃত্যুদণ্ড

২০
X