

প্রতিবারের মতো এবারও গ্রাহকদের জন্য স্বাদের নতুন এক চমক নিয়ে এসেছে কেএফসি বাংলাদেশ। প্রতিষ্ঠানটি তাদের মেন্যুতে যুক্ত করেছে একেবারে নতুন আইটেম ‘বক্স মাস্টার’।
কেএফসি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ও ভিন্ন স্বাদের অভিজ্ঞতা খুঁজে বেড়ানো ফুড লাভারদের জন্য বক্স মাস্টার একটি অনন্য উদ্ভাবন। এতে একসঙ্গে মিলেছে স্বাদ, টেক্সচার এবং অতুলনীয় ফ্লেভারের অসাধারণ সমন্বয়, যা খাবারপ্রেমীদের জন্য এনে দেবে এক নতুন রোমাঞ্চকর অভিজ্ঞতা।
তারা জানায়, বক্স মাস্টারে ব্যবহার করা হয়েছে তুলতুলে নরম টর্টিয়া, যার ভেতরে মোড়ানো রয়েছে কেএফসির সিগনেচার হট অ্যান্ড ক্রিস্পি জিঙ্গার ফিলে। এর সঙ্গে যোগ হয়েছে হ্যাশ ব্রাউন, ফ্রেশ ভেজিটেবল মিক্স, স্পাইসি ন্যাশভিল সস এবং চিজ স্লাইস। প্রতিটি কামড়ে পাওয়া যাবে ঝাল, ক্রিমি ও ক্রাঞ্চের দুর্দান্ত মেলবন্ধন, যা একদিকে যেমন মজাদার, অন্যদিকে তেমনি উপভোগ্য।
নতুন এই আইটেমটি বর্তমানে দেশের সব কেএফসি আউটলেটে পাওয়া যাচ্ছে। গ্রাহকরা ডাইন-ইন, টেকঅ্যাওয়ে, হোম ডেলিভারি, কেএফসি অ্যাপ এবং অনলাইনে অর্ডারের মাধ্যমে বক্স মাস্টার উপভোগ করতে পারবেন। বিস্তারিত মেন্যু দেখা যাবে কেএফসি বাংলাদেশের ওয়েবসাইটে : kfcbd.com/menu/box-master
মন্তব্য করুন