ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের ২০২২-২৩ অর্থবছরের ৭ম বার্ষিকী সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় গত অর্থবছরে প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়।
শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর বনানীর হোটেল সারিনাতে এজিএম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইএইচএফের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আদনান হোসেন।
এই সভায় দারাজ বাংলাদেশ, ইউএফআই, আজি মুররুকিয়া রহমান ট্রাস্ট, ফিনিস, ফুটস্টেপস, চালডাল, সিদরাহ ফাউন্ডেশন, লিভাইস বাংলাদেশসহ আরও অনেক সংগঠন উপস্থিত ছিল।
স্বাগত বক্তব্যে আইএইচএফের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আদনান হোসেন বলেন, আমরা এই সংগঠনটি শুরু করার পর থেকে ১৩ বছরেরও বেশি সময় পাড়ি দিয়েছি। আমি সেই সমস্ত ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সংস্থাকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের এই দীর্ঘ পথচলায় আমাদের সমস্ত সম্ভাব্য উপায়ে সমর্থন করেছে এবং তাদের ছাড়া আইএইচএফের যাত্রা সহজ হতো না।
এদিকে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আইএইচএফের পাশে থাকার জন্য কয়েকটি সহযোগী সংগঠনকে প্রশংসা সনদ তুলে দেওয়া হয়। এই সভায় আইএইচএফের পূর্ববর্তী অর্থবছরের কার্যক্রম এবং আগামী বছরের কৌশলগত পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
মন্তব্য করুন