কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিএমসিসিআই উইমেনস ফোরামের সেমিনার অনুষ্ঠিত

বিএমসিসিআই উইমেনস ফোরামের উদ্যোগে দেশীয় নারী উদ্যোক্তাদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত। ছবি : কালবেলা
বিএমসিসিআই উইমেনস ফোরামের উদ্যোগে দেশীয় নারী উদ্যোক্তাদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত। ছবি : কালবেলা

বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) উইমেনস ফোরামের উদ্যোগে দেশীয় নারী উদ্যোক্তাদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘শি মিনস বিজনেস: ডিজিটাল অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন’ শিরোনামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিএমসিসিআই প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও সংসদ সদস্য সেলিমা আহমাদ।

এ সময় মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম বলেন, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল। বাংলাদেশের সমাজ ও অর্থনীতির প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশ নারীর ক্ষমতায়নের প্রতি তার দৃঢ় অঙ্গীকার দেখিয়েছে। এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ হবে কারণ মালয়েশিয়াও নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে এবং মালয়েশিয়াও তার ডিজিটাল অর্থনীতি বিনির্মাণে নারীদের অংশগ্রহন নিশ্চিত করেছে।

তিনি আশা প্রকাশ করেন যে, বিএমসিসিআই লিঙ্গ সমতাকে নিশ্চিত করে নারী উদ্যোক্তাদের দেশের অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে নারীরা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয় তা নিরসনে ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে সেলিমা আহমেদ এ অনুষ্ঠানের আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ ফোরামের মাধ্যমে নারী উদ্যোক্তারা বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশে সফলভাবে ব্যবসা সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে বলে আমার বিশ্বাস।

এর আগে স্বাগত বক্তব্যে বিএমসিসিআই সভাপতি সৈয়দ আলমাস কবির বলেন, নারী উদ্যোক্তারা ব্যবসায়িক জগতে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। যার মধ্যে রয়েছে বিনিয়োগ দক্ষতা, সঠিক পরামর্শের অভাব, এবং ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির সীমিত সুযোগ। বিএমসিসিআই উইমেনস ফোরাম এ জায়গাগুলোতে নারী উদ্যোক্তাদের আস্থার যোগান দিতে চায়।

এরপর এক প্যানেল আলোচনায় উইমেন এন্টারপ্রেনারস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (ডব্লিউইএনডি) সভাপতি ড. নাদিয়া বিনতে আমিন, ই-ক্যাবের উইমেন ফোরামের সভাপতি নাজনীন নাহার, উইমেন ইন ই-কমার্স ট্রাস্টের পরিচালক সৈয়দা লুৎফুন্নাহার এবং ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা সেলের (তারা) প্রধান খাদিজা মরিয়ম।

প্যানেল আলোচনার পর বিএমসিসিআই এবং উইমেন এন্টারপ্রেনারস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ডব্লিউইএনডি), ই-ক্যাব উইমেনস ফোরাম (ইডব্লিউএফ) এবং উইমেন ইন ই-কমার্স ট্রাস্ট (ডব্লিউই)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাফিনিয়ার জোড়া গোলে ক্লাসিকো জিতে সুপার কাপ বার্সেলোনার

খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন : কবির আহমেদ 

সোমবার বিকেলে ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

ফের ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, একাধিক ড্রোন

ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক : মানবাধিকার সংস্থা

বিক্ষোভকারীদের অনেকেই বিদেশি এজেন্টদের দ্বারা প্রশিক্ষিত : ইরান 

বাংলাদেশি শনাক্তে এআই টুল আনছে ভারত 

ডিএনসিসি’র নাগরিক পদক পেলেন যারা

কেশবপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া 

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে খালেদা জিয়া ছিলেন অনুপ্রেরণার উৎস : সাইফুল হক

১০

জনগণের অধিকার রক্ষায় আজীবন লড়াইয়ের অঙ্গীকার ইশরাকের

১১

ঢাকায় তিনশ’ অসহায় মানুষের মাঝে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১২

লেক থেকে ফুটপাত নিয়মের শাসনের অঙ্গীকার রবিউলের

১৩

জুলাই হত্যাকাণ্ডের মামলায় হুমায়ুন কবির জামিন পেলেন যেভাবে

১৪

খালেদা জিয়ার আদর্শে জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক ঢাকা গড়ব : রবিন

১৫

জেদ্দায় উপদেষ্টা তৌহিদ-ইসহাক দারের সাক্ষাৎ, যে বিষয়ে আলোচনা

১৬

টেকনাফে গুলিবিদ্ধ স্কুলছাত্রীর অবস্থা সংকটাপন্ন

১৭

পাকিস্তানে বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৮

১৮

যুবদল নেতাকে বহিষ্কার

১৯

বিয়ের অনুষ্ঠানে ছবি তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

২০
X