কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৬:০৫ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

টেড-এক্স গুলশান ২০২৩ অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর

টেড-এক্স গুলশান ২০২৩ অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর

আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে টেড-এক্স গুলশান ২০২৩। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ বক্তব্য রাখবেন দেশে-বিদেশের স্বনামধন্য ১৬ জন বক্তা।

বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম টেড-এর স্বাধীনভাবে আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানকে বলা হয় টেড-এক্স। বিশ্ববিখ্যাতসব টেড-এক্স বক্তাদের মধ্যে রয়েছেন বিল গেটস, ইলোন মাস্ক, গ্রাহাম স, স্যার কেন রবিনসনসহ আরও অনেকে।

বর্তমানে বাংলাদেশে স্ট্যান্ডার্ড টেড-এক্স লাইসেন্সধারী একমাত্র সক্রিয় প্ল্যাটফর্ম হলো টেড-এক্স গুলশান, যারা ২০২০ সালের প্রবল জনপ্রিয়তার পর আবারও ফিরে আসছে বাংলাদেশের সবচেয়ে বড় টেড-এক্স অনুষ্ঠানের আয়োজন নিয়ে।

টেড প্লাটফর্ম-এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে সমাজে ছড়িয়ে দেওয়ার মতো চিন্তা এবং ধারণাগুলোকে প্রচার করা। সেটি মাথায় রেখেই এবারের টেড-এক্স গুলশান এর প্রতিপাদ্য বিষয় হলো ‘সমতার জন্য উদ্ভাবন’- যা দর্শকদের মনে উদ্ভাবনী চিন্তার খোরাক জোগাবে বলে মনে করছেন আয়োজকরা। ১৬টি উদ্দীপনাময় বক্তব্য ছাড়াও অনুষ্ঠানের শেষে উপস্থিত দর্শক উপভোগ করবে একটি সংগীত পরিবেশনা।

১০০০ জনেরও বেশি অংশগ্রহণকারীসহ, করোনা মহামারির ঠিক আগে টেড-এক্স গুলশান ২০২০ সালে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করে। গতবারের তুমুল সাফল্যকে ছাড়িয়ে এবার নতুন উদ্যমে টেড এর অফিসিয়াল চ্যানেলের ৫ কোটির বেশি দর্শকদের কাছে বাংলাদেশ এর বক্তাদের গল্পগুলি তুলে ধরার চেষ্টা করছে টেড-এক্স গুলশান ২০২৩।

এই বছর, টেড-এক্স গুলশানে কথা বলছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বোয়িং দক্ষিণ এশিয়ার চিফ অব স্টাফ প্রবীণা ইয়াগামভাত, স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক-এর কো-চেয়ার এবং সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, ইউএনডিপি বাংলাদেশ-এর হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম, পররাষ্ট্র মন্ত্রণালয়-এর আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ, এবং আইসিটি বিষয়ক মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর ভাইস চ্যান্সেলর ড. রুবানা হক, বাংলাদেশি গায়ক ও গীতিকার শায়ান চৌধুরী অর্ণব, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, কোকা-কোলা কোম্পানি, বাংলাদেশ-এর হেড অফ মার্কেটিং আবীর রাজবীন, এটুআই-এর ন্যাশনাল কনসালটেন্ট অ্যাক্সেসিবিলিটি ভাস্কর ভট্টাচার্য, কেবরিয়া সরকার, বাংলাদেশি রেডিও জকি এবং টেলিভিশন উপস্থাপক অঙ্কিতা বক্সী, বিষয়বস্তু কৌশলবিদ, APAC, BBC StoryWorks ইফতেখার রাফসান, বাংলাদেশি ইউটিউবার ও কন্টেন্ট স্রষ্টা ইমতিয়াজ ইলাহী, প্রাক্তন সেনা কমান্ডো ও ট্রায়াথলিট এবং মৌটুসী কবির, সিনিয়র ডিরেক্টর, পিপল, কালচার অ্যান্ড কমিউনিকেশনস, ব্র্যাক।

এই অনুপ্রেরণামূলক আলোচনার পাশাপাশি, কোক স্টুডিও বাংলাদেশের একজন গায়ক ঋতু রাজের একটি সঙ্গীত পরিবেশনাও থাকবে। ৪ নভেম্বর, রাজধানীর তেজগাঁওস্থ আলোকি কনভেনশন হলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত হবে টেড-এক্স গুলশান ২০২৩। যে কেউ টিকেট কেটে অংশগ্রহণ করতে পারবে এখানে।

টিকিট সংগ্রহ করতে ভিজিট করতে হবে এই লিংকেঃ https://www.tickify.live/events/tedxgulshan-2023

টেড-এক্স গুলশান ২০২৩ এর স্ট্রাটেজিক পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, গোল্ড স্পনসর হিসেবে পাশে থাকছে কোকা-কোলা কোম্পানি বাংলাদেশ। এছাড়াও সিলভার স্পন্সর হিসেবে থাকছে গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ড্যান ফুডস লিমিটেড এবং প্রাইম ব্যাংক লিমিটেড; আইস ক্রিম পার্টনার হিসেবে থাকছে পোলার আইসক্রিম পিআর পার্টনার ব্যাকপেজ পিআর এবং টিকেটিং পার্টনার টিকিফাই।

ইভেন্টে ই-লার্নিং ও নলেজ পার্টনার হিসেবে থাকছে লিড একাডেমি এবং ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার হিসেবে রয়েছে ওয়াই-এস-এস-ই। বাংলাদেশ এর সবচেয়ে বড় টেড অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়: https://tedxgulshan.com/

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুর কামড়ানোর পর প্রথম ১৫ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কী কী করবেন

তেঁতুলিয়ায় তীব্র শীত, তাপমাত্রা কত

বিএনপির দুপক্ষের সংঘর্ষ

যেভাবে ইউটিউব মনিটাইজেশনের জন্য আবেদন করবেন

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

ইরানে হামলা হলে জবাব দেবে কাতাইব হিজবুল্লাহ

আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া, কারণ কী

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

কাফনের কাপড় নিয়ে পার্কে বসে তরুণীর বিষপান

গাজায় নিহত ছাড়াল ৭১ হাজার ৪০০

১০

জানা গেল চলতি বছর কতদিন ছুটি থাকছে কলেজে

১১

ইরানে বিক্ষোভে নিহত বেড়ে কত দাঁড়াল

১২

নিয়মিত আপনার প্রস্টেট চেক করছেন তো

১৩

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

১৪

প্রশাসনে এখনও ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে : মিফতাহ্ সিদ্দিকী

১৫

আবারও জুলাই এলে বিপ্লবী সরকার গঠনে প্রস্তুত থাকতে হবে : মাসুমা হাদি

১৬

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

১৭

আজ বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

১৮

জানা গেল আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

১৯

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ

২০
X